Advertisement
Advertisement

Breaking News

Howrah Kharagpur Train Derailed

হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, বন্ধ ট্রেন চলাচল

হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি। নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু লাইনচ্যুত মালগাড়িটিকে সরানোর কাজ। আপাতত আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার যাত্রীরা। 

Goods train derailed Howrah-Kharagpur division । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 20, 2024 8:44 am
  • Updated:January 20, 2024 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত(Howrah Kharagpur Train Derailed) মালগাড়ি। নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু লাইনচ্যুত মালগাড়িটিকে সরানোর কাজ। আপাতত আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার যাত্রীরা। 

শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নন্দাইগাজন স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয় মালগাড়ি। তার ফলে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু লোকাল ট্রেন। সাতসকালে ট্রেন থমকে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন থেকে মালগাড়িটিকে সরানোর কাজ। তবে এখনও পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা স্পষ্ট নয়।  একে কুয়াশায় বিপাকে পড়েন রেলযাত্রীরা। তার উপর আবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রেল পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে যাতায়াতকারীরা। 

[আরও পড়ুন: গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক পেশের নির্দেশ, সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement