তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। আবারও রাঙাপানি এলাকায় লাইনচ্যূত হল মালগাড়ির দুটি বগি। শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানি স্টেশন এলাকায় লুপ লাইনে মালগাড়ির ওই দুটি বগি লাইনচ্যুত (Derailed) হয়েছে। জানা গিয়েছে, তাতে তেলের ট্য়াঙ্কার ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এর জেরে রাতে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
জানা যাচ্ছে, যে সময় দুর্ঘটনাটি ঘটে, সেসময় মেন লাইনে এক্সপ্রেস ট্রেন (Express Train) চলছিল। সেই কারণে শিলিগুড়ি থেকে আসা পণ্য়বাহী গাড়িটিকে লুপ লাইনে চালানো হয়েছিল। কিন্তু কিছুটা যাওয়ার পর রাঙাপানি (Rangapani)স্টেশনের কাছে আচমকাই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেলের শীর্ষ আধিকারিকরা দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দাবি রেল সূত্রে। তবে বারবার রাঙাপানি এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে। উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NEFR) শীর্ষ আধিকারিকরাও।
গত জুন মাসের গোড়ার দিকে এই রাঙাপানি এলাকাতেই বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) সঙ্গে একই লাইনে আসা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ১২ জনের। আহত হন বহু যাত্রী। অনেকেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। ভয়াবহ অভিজ্ঞতা হয় যাত্রীদের সকলের। তার পরও এই এলাকায় একাধিকবার ছোটখাটো দুর্ঘটনার (Rail Accident) মুখে পড়েছে রেল। শুক্রবার সেই তালিকায় যোগ হল আরও এক দুর্ঘটনা। তবে এদিন রাতে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে বড় কোনও ক্ষতি হয়নি বলে খবর উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.