Advertisement
Advertisement
Train

লাইনচ্যুত মালগাড়ি, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত রেল চলাচল

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা।

Goods train derail in Bandel-Katwa route । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 9, 2023 9:13 am
  • Updated:December 9, 2023 9:14 am  

অভিষেক চৌধুরী, কালনা: রেললাইন সংস্কারের সময় বিপত্তি। কালনার রংপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই। তবে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় কালনা-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা। আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই ব্যান্ডেল-কাটোয়া শাখায় রেললাইন সংস্কারের কাজ চলছে। প্রতি রাতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছে। শুক্রবার রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রংপাড়া এলাকায় আপ এবং ডাউন লাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি। শনিবার ভোর চারটে নাগাদ অফলাইনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘এক ফুল দো মালি’র বাস্তব চিত্র! স্বামীকে শায়েস্তা করতে হাজির দুই ‘বউ’]

রেল সূত্রে খবর, কয়েকদিনের বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি। তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপের রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার ফলে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। আপ লাইন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচলও ব্যাহত হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই বেরিয়ে এসেছে মেয়ে’, সংসদে ফেটে পড়লেন সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement