Advertisement
Advertisement
Kali deity

কালীপ্রতিমার সোনার জিভ চুরি, মানসিক ভারসাম্যহীন সেজেও শ্রীঘরে ‘গুণধর’

প্যান্ট খুলে গায়ে কম্বল চাপা দিয়ে মন্দিরের কাছে ঘোরাফেরা করছিল অভিযুক্ত।

Golden Tongue of Kali deity was stolen, youth in jail । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 11, 2023 5:50 pm
  • Updated:December 11, 2023 5:50 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দির চত্বর ফাঁকা। পুরোহিতও নেই মন্দিরে। এই সুযোগে প্রণামের অছিলায় মন্দিরে ঢুকে কালীপ্রতিমার সোনার জিভ চুরি। মানসিক ভারসাম্যহীন সেজে আত্মগোপনের চেষ্টাও ব্যর্থ। গণপিটুনির পর শ্রীঘরে যুবক। কাঁথির সিদ্ধেশ্বরী কালীমন্দিরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রবিবার রাত সাড়ে ৮টা হবে। পুরোহিত শতদল চক্রবর্তী নলকূপে পা ধুতে যান। সেই সময় এক ব্যক্তি প্রায় চারশো বছরের প্রাচীন কাঁথির সিদ্ধেশ্বরী মন্দিরে প্রণাম করতে ঢোকে। প্রণামের অছিলায় কালীপ্রতিমার সোনার জিভ ছিনিয়ে নেয়। দৌড় দেয়। পুরোহিতের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন।

Advertisement

[আরও পড়ুন: শিবরাজ নয়, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব]

কাঁথি শহরের ধনদিঘিতে ভাড়া থাকে এই ছিনতাইবাজ। সকলে যখন চোর খুঁজতে ব্যস্ত, তখন ওই ব্যক্তি প্যান্ট খুলে গায়ে কম্বল চাপা দিয়ে মন্দিরের কাছে ঘোরাফেরা করতে থাকে। তাকে দেখে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। ঘিরে ধরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরার মুখে অসংলগ্ন উত্তর দিতে শুরু হয়। তাতে সন্দেহ আরও প্রকট হয়।

অবশেষে চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। তার পরই স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। তার কাছ থেকে উদ্ধার হয় কালীপ্রতিমার সোনার জিভ। এদিকে, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সোমবার অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

[আরও পড়ুন: কেমন আছেন ‘কালীঘাটের কাকু’? খোঁজ নিতে ফের SSKM হাসপাতালে ED]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement