Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশ থেকে ভারতে পাচারের ছক বানচাল, ১ কোটি ২৩ লক্ষের সোনা-সহ গ্রেপ্তার ২

উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২ কেজি।

Gold smuggling plan from Bangladesh to India, 2 person arrested | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 22, 2023 1:04 pm
  • Updated:October 22, 2023 1:07 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ। ২ কেজি সোনা-সহ বিএসএফের জালে ২ পাচারকারী। যার আনুমানিক মূল্য ১,২৩,৮২,৪৫৭ টাকা।

জানা গিয়েছে, ঢাকা-কলকাতা চলাচলকারী একটি আন্তর্জাতিক বাস নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রাপোলের বাস চেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছিল। ১৪৫ ব্যাটালিয়ন, বিএসএফ-এর বম্ব ডিসপোজাল স্কোয়াড দল এবং স্নিফার ডগ স্কোয়াড নিয়মমাফিক অনুসন্ধান চালায়। জওয়ানরা সিট নম্বর B১ এবং D৪-এর নিচে লুকিয়ে রাখা বস্তু দেখতে পায়। সেখান থেকেই একে একে উদ্ধার হয় প্রচুর সোনা। বাসের চালক ও সুপারভাইজারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে করা হলে তারা কোনও উত্তর দেননি। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা। গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সুপারভাইজারকে।

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা বাংলাদেশী নাগরিক। তাঁদের দাবি, জীবিকা নির্বাহের জন্য বাসে কাজ করে তারা। সোনা লুকানোর বিষয়টি জানা ছিল না বলেই দাবি ধৃতদের। এ বিষয়ে বিএসএফের তরফে বলা হয়েছে, “ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরাকারবারীরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। তবে সীমান্তে যেকোনও ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”

[আরও পড়ুন: ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীকে ‘অপহরণ’, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement