শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ভোটের মাঝে ফের শিলিগুড়িতে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গ্রেপ্তার মণিপুরের ৬ যুবক। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শিলিগুড়িতে সোনা পাচারচক্রের পর্দাফাঁস। পাচার হওয়ার আগেই সোনা-সহ ছয় পাচারকারীকে ধরে ফেললেন কেন্দ্রীয় রাজত্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। গোয়েন্দারা জানিয়েছেন, চিন থেকে ভুটানের পথে ইন্দো-মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে বিপুল পরিমাণ সোনা। মণিপুর থেকে সেই সোনা নিয়ে কোচবিহার পর্যন্ত এসেছিলে ছ’জন পাচারকারী। লক্ষ্য ছিল, কলকাতা ও শিলিগুড়িতে সোনা পাচার করা। কোচবিহার থেকে সরকারি বাসে চেপে প্রায় ২৪ কেজি সোনার বিস্কুট ও বার নিয়ে শিলিগুড়ির দিকে আসছিল মণিপুরের ওই ৬ যুবক। কিন্তু, গোপন সূত্রে সেই খবর পৌঁছে যায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের গোয়েন্দাদের কাছে।
সোমবার রাতে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় তিনটি সরকারি বাসে তল্লাশি চালান গোয়েন্দারা। উদ্ধার হয় ২৪ কেজি ১৫০ গ্রামে সোনার বিস্কুট ও বার। ধরা পড়ে যায় ৬ জন পাচারকারীও। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতেরা সকলেই মণিপুরের বাসিন্দা। ট্রাউজারের বিশেষ পকেটে ভরে সোনা নিয়ে যাচ্ছিল তারা। তাদের কাছ থেকে ১ কেজি ওজনের ২০টি সোনার বার ও ১৬৬ গ্রাম ওজনের ২৫টি বিস্কুট পাওয়া গিয়েছে। সোনাগুলিতে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও চিনের হলমার্ক লাগানো ছিল। শিলিগুড়িতে যে সোনা উদ্ধার হয়েছে, তার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৯৮ লক্ষ ৬৫ হাজার টাকা বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.