সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা এই কাজ করেছে। পালটা আবার তৃণমূল কর্মীদের দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বিজেপি। তা নিয়ে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এমএমসি বি ওয়ান মোড়ের কাছে ক্লাবের মাঠে এদিন প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। এর পর ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন। অভিযোগ, এর পর বেশ কিছুক্ষণ তাঁর কাছে যান। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মূলত অভিযোগ জানাতে যান তাঁরা। তবে দিলীপ ঘোষ তাঁদের কোনও কথাই শোনেননি বলেই অভিযোগ। তাতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা।
এর পর স্থানীয় বিজেপি কর্মীরা পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। আবার তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ বলতে থাকেন। স্লোগান-পালটা স্লোগানে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষ হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ততক্ষণে অবশ্য ওই এলাকা ছেড়ে চলে যান দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার ভোটপ্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয় বিজেপি প্রার্থীকে। ইচ্ছাকৃত তৃণমূল অশান্তি তৈরি করছে বলেই দাবি বিজেপির। এদিকে, এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা নিউটাউনশিপ থানা ঘেরাও করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.