সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ অভিযোগ, গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা৷ বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ পালটা গাড়ি থেকে নেমে অবস্থান বিক্ষোভে শামিল ভারতী ঘোষ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা৷
একসময় জঙ্গলমহলের দুঁদে পুলিশ আধিকারিক ছিলেন তিনি৷ তবে বর্তমানে বদলেছে তাঁর পরিচয়৷ কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে রাজনীতির আঙিনায় পা রেখেছেন ভারতী ঘোষ৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে ঘাটাল থেকে ভোটে লড়ছেন তিনি৷ কোমর বেঁধে জোরকদমে প্রচার সারছেন গেরুয়া শিবিরের হেভিওয়েট প্রার্থী৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরায় ভোটপ্রচার করছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা বিজেপি প্রার্থী এবং অন্যান্য কর্মী সমর্থকদের দিকে তেড়ে আসেন৷ কালো পতাকা দেখানো হয় তাঁদের৷ গো ব্যাক স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের আরও অভিযোগ, চার-পাঁচজন যুবক তাঁর গাড়িতেও ভাঙচুর চালায়৷ বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মী সমর্থকদের৷ পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন ভারতী ঘোষ৷ রাস্তার মাঝে দলীয় কর্মী সমর্থদের নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন তিনি৷
ইতিমধ্যেই বিক্ষোভের খবর পৌঁছায় পাঁশকুড়া থানায়৷ পুলিশ এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছায়৷ তারপরই যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এই ঘটনার জল থানার পাশাপাশি নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা নেওয়া না হলে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.