Advertisement
Advertisement

পাহাড়ে নয়া সমীকরণ, বিজেপিকে সমর্থন বিমল গুরুং-মন ঘিসিং জোটের

প্রার্থী হতে পারেন গুরুং কিংবা মন ঘিসিং!

GNLF patching ties with Gurung faction sparking new speculation
Published by: Subhajit Mandal
  • Posted:March 19, 2019 12:41 pm
  • Updated:March 19, 2019 3:47 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: লোকসভার আগে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সমর্থন করতে চলেছে জিএনএলএফ এবং বিমল গুরুং অনুগামীদের জোট। ইতিমধ্যেই দুই শিবিরের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। যৌথ প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং এবং ‘পলাতক’ বিমল গুরুং শিবিরের নেতাদের মধ্যে বৈঠকে চূড়ান্ত হয়েছে পাহাড়ের মানুষের স্বার্থ এবং গোর্খাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করতে চলেছে জোট।

[ডোমকলে খুন শাসকদলের নেতা, অভিযুক্ত কংগ্রেস]

২০১৭-তে পাহাড়ে অশান্তির পর থেকেই নিখোঁজ বিমল গুরুং। রাজ্য পুলিশের খাতায় এখন তিনি ‘দেশদ্রোহী’। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলাও রয়েছে। আপাতত, গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিটিএ-র সর্বাধিনায়ক পদে রয়েছেন বিনয় তামাং এবং অনীত থাপা। কিন্তু, পাহাড়ে না থেকেও নানাভাবে পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টাটা ছাড়তে পারেননি গুরুং। কখনও তাঁকে দেখা গিয়েছে প্রেস বিবৃতি দিয়ে পাহাড়ের একাধিক ইস্যুতে নাক গলাতে। আবার, কখনও কখনও পাহাড়ে গুরংপন্থীদের পোস্টারও দেখা গিয়েছে। কিন্তু, এই পর্যন্তই। সশরীরে তিনি প্রায় দেড় বছর পাহাড়ে আসেননি। এই পরিস্থিতিতে লোকসভার আগে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার মরিয়া চেষ্টা করছেন জিটিএ’র প্রাক্তন চেয়ারম্যান। সূত্রের খবর, যে কোনও সমীকরণেই লোকসভা ভোটে লড়তে চান তিনি। সেই উদ্দেশ্যে জিএনএলফ সুপ্রিমো মন ঘিসিংয়ের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। তবে, এই নবগঠিত জোটের প্রার্থী কে হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, দুই পাহাড়ি দলের সমর্থনে পাহাড়ে প্রার্থী হবেন বিজেপির  কোনও কেন্দ্রীয় নেতা।

Advertisement

[ভোটার কি মৃত? তালিকায় নামের পাশে ‘ই’ অক্ষরেই মিলবে উত্তর]

প্রার্থী সম্পর্কে চূড়ান্ত কিছু না জানানো হলেও, জিএনএলএফের তরফে জোটের কথা স্বীকার করা হয়েছে। একটি প্রেস বিবৃতিতে জিএনএলএফ স্টিয়ারিং কমিটির সদস্য অজয় এডওয়ার্ডস জানিয়েছেন, তরাই-ডুয়ার্সের মানুষকে একত্রিত করতে এবং গোর্খাদের ভবিষ্যতের কথা ভেবে জোটের সিদ্ধান্ত নিয়েছে জিএনএলএফ। উল্লেখ্য, পাহাড়ে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবিরের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে তৃণমূল। প্রার্থী হিসেবে বিনয় তামাংদের পছন্দের অমর সিং রাইয়ের নাম ঘোষণাও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর সিং রাইকে চ্যালেঞ্জ জানাতে এবার প্রস্তুত হচ্ছে গুরুং-মন ঘিসিং শিবিরও। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ভুলে আপাতত বিনয় তামাংদের হারানোই মূল লক্ষ্য এই জোটের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement