Advertisement
Advertisement

Breaking News

গুরুংপন্থীদের সঙ্গে তুমুল গুলির লড়াই পুলিশের, মৃত অন্তত ২

মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী।

GJM supporters clash with police in Darjeeling, 2 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2017 4:15 am
  • Updated:October 13, 2017 8:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাতক মোর্চা সুপ্রিমো বিমান গুরুংয়ের সন্ধানে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশবাহিনী। মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন অন্তত চারজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

 [মোর্চার প্রতিষ্ঠা দিবসে বিনয় তামাংয়ের উত্থান, উধাও গুরুংরা]

Advertisement

পুলিশ সূত্রে খবর, সিকিম থেকে দার্জিলিং আসছেন বিমল গুরুং, এমনটাই খবর দেন গোয়েন্দারা। পাতলেবাসেই এক গোপন ডেরায় লুকিয়ে রয়েছে গুরুং। সেখানে এক অস্ত্র কারখানাও রয়েছে বলে জানান গোয়েন্দারা। ওই খবর পাওয়ার পরই দ্রুত ছকে ফেলা হয় গুরুংকে জালে ফেলার পরিকল্পনা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে রওনা দেয় এক বিশাল পুলিশবাহিনী। কিন্তু পুলিশি অভিযানের কথা জানতে পেরে যায় মোর্চা নেতা। ফলে লিম্বু বস্তি এলাকায় আসতেই পুলিশকর্মীদের উপর হামলা চালায় মোর্চার সদস্যরা। পালটা জবাব দেয় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর নিহত হন এএসআই অমিতাভ মল্লিক। আহত হন আরও চার পুলিশকর্মী। যদিও মোর্চা সমর্থকদের দাবি পুলিশের গুলিতে মারা পড়েছে দলের এক সদস্য।

বিমল গুরুংকে পালিয়ে যাওয়ার পথ করে দিতেই এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে পাহাড়ে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।

উল্লেখ্য, আড়াল ছেড়ে এবার প্রকাশ্যে  আসার বার্তা দিয়েছেন বিমল গুরুংয়ের। বৃহস্পতিবার রাতেই জারি করা অডিও বার্তায় মোর্চা সভাপতি দাবি করেন, ৩০ অক্টোবর জনসমক্ষে আসছেন তিনি। জনতার আহ্বানেই তিনি সামনে আসছেন জানিয়ে গুরুং ওই বার্তায় পাহাড়ের মানুষকে অপেক্ষা করতে বলেছেন। একইসঙ্গে জানিয়েছেন, জনতার জন্য তিনি মরতেও রাজি। জাতির জন্যই লড়াই করছেন তিনি। বলেছেন, “জনতা ডাকলে আমাকে আসতে হবে। জনতা আমাকে ডাকছে। তাই তাদের সামনে আসব।” তিনি সামনে এলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, তরাই, ডুয়ার্সের লাখো জনতা রাস্তায় নামবে বলেও দাবি করেছেন মোর্চার তথাকথিত সুপ্রিমো।

[পাহাড়ের ৩ জায়গায় কাটা হল রাস্তা, নেপথ্যে কি গুরুংপন্থীরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement