রঞ্জন মহাপাত্র, কাঁথি: ব্রিগেডের পালটা দিঘা। জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আয়োজন করা হবে দিঘায়, জানালেন মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে।
২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল বিজেপি। নতুন বছরে সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের দিন সেখানে গীতাপাঠের আয়োজন করা হবে বলে জানালেন মন্ত্রী অখিল গিরি। তিনি জানান, জেলার সমস্ত ব্রাক্ষ্মনদের নিয়ে এই গীতাপাঠের আয়োজন করা হবে। ১০ হাজার কন্ঠে হবে গীতাপাঠ। অখিল গিরি এই গীতাপাঠের কথা বলার পরই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি শিবির।
প্রসঙ্গত, গত রবিবার অর্থাৎ ২৪ তারিখ সকাল ১০টায় ব্রিগেডে (Brigade) শুরু হয় অনুষ্ঠান। মোট ২০টি আলাদা ভাগে ব্রিগেডকে ভাগ করা হয়। প্রতিটি ভাগে পাঁচ হাজার মানুষের জন্য গীতাপাঠের ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেডে ভিড় জমান। গীতাপাঠের আসরে নিরাপত্তা নিয়েও সতর্ক ছিল প্রশাসন। দু’জন ডেপুটি কমিশনার, দু’জন এসি -সহ মোট ১৭৭ জন পুলিশ কর্মী নিয়োজিত রাখা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.