ধীমান রায়, কাটোয়া: পিকনিক থেকে ফেরার পথে মর্মান্তিক ঘটনা। জেনারেটরের চাকায় চুল জড়িয়ে মৃত্যু স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার গোমাই গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুমা দাস(১৫)। কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। গোমাই গ্রামের কাছে ঈশানী নদীর ধারে পিকনিক করে বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়ি ফিরছিল। চলন্ত জেনারেটরের চাকায় তার চুল জড়িয়ে যায়। মাথা কার্যত থেঁতলে যায়। তড়িঘড়ি ছাত্রীকে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতে দেহটি কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দেহটির ময়নাতদন্ত করানো হয়েছে। যদিও এনিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জেনারেটর ভ্যানটিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোমাই গ্রামের বাসিন্দা রবি দাস ও রূপালীদেবীর একমাত্র কন্যা রুমা। রবিবাবুর এক ছেলে কয়েকবছর আগে রোগভোগে মারা যায়। রবিবাবু কলকাতায় এক ব্যবসায়ীর কাছে কাজ করেন। জানা গিয়েছে, সোমবার গ্রামেরই প্রায় ৪৫-৫০ জন ছাত্রছাত্রী মিলে ঈশানী নদীর ধারে পিকনিক করতে যায়। পিকনিকে মাইক বাজানোর জন্য তারা জেনারেটর ভাড়া করে নিয়ে গিয়েছিল। পিকনিক সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মোটরভ্যানে জেনারেটর চাপিয়ে মাইক বাজিয়ে দলটি ফিরছিল। অনেকেই নাচানাচি করছিল। রুমা লাফিয়ে ওই মোটরভ্যানে চাপতে যায়। তখনই ঘটে দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.