আকাশনীল ভট্টাচার্য: তিনতলা ও চারতলার মাঝে আটকে রয়েছে লিফট। বারবার সুইচ টিপলেও তা নামছেও না, উঠছেও না। অগত্যা আবাসনের চার তলায় উঠে সমস্যা বোঝার চেষ্টা করছিলেন বাসিন্দারা। প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষন দেখার পরে বোঝা গেল লিফটের ছাদে বড়সড় কিছু একটা আটকে রয়েছে। টর্চ জ্বালাতেই দেখা গেল লিফটের ছাদে পড়ে রয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর দেহ!বুধবার সন্ধ্যায় বরাহনগরের বিবেকানন্দ পল্লির একটি চারতলা আবাসন থেকে এ ভাবেই এক তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার পর্যন্ত আনুমানিক বছর তিরিশের ওই তরুণীর কোনও পরিচয় জানা যায়নি বলেই দাবি পুলিশের। যদিও এই ঘটনার পরে উঠে এসেছে বেশ কয়েকটি প্রশ্ন। যা থেকে গোটা ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার(জোন ২)ধ্রুবজ্যোতি দে বলেন, ‘‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কীভাবে ওই তরুণী লিফটের ছাদে পৌঁছলেন? কেনই বা গিয়েছিলেন? কীভাবে মারা গেলেন? গোটা ঘটনাটির তদন্ত হচ্ছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লির চারতলা আবাসনে সাতটি ফ্ল্যাট থাকলেও চারটিতে বাসিন্দা রয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টা নাগাদ তিন তলার এক বাসিন্দা দেখেন লিফটি চার তলা থেকে অর্ধেক নেমে আটকে রয়েছে। বারবার সুইচ টিপেও কাজ না হওয়ায় তিনি অন্যান্য বাসিন্দাদের খবর দেন। সকলে মিলে চার তলায় গিয়ে লিফটে ঢোকার বন্ধ কোলাপসিবল দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন কি হয়েছে। এক বাসিন্দা উজ্বল দাস বলেন, ‘‘অনেকক্ষন পরে আলো জ্বলাতেই দেখা যায় লিফটের ছাদে একটি তরুণীর দেহ আটকে রয়েছে।’’ এরপরেই ওই আবাসনের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর অঞ্জন পালকে খবর দিলে তিনি বরাহনগর থানায় জানান। পুলিশ লিফট মেরামতির কর্মীদের নিয়ে এসে ওই তরুণীর দেহ উদ্ধার করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয় কয়েকজনের থেকে পুলিশ জেনেছে, ওই দিন সকাল থেকেই তরুণীটিকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। দুপুরে ওই আবাসনের সামনে বসে থাকতে দেখে কয়েকজন পরিচয় জানতে চাইলেও তিনি কোনও উত্তর দেননি।
আবাসনের প্রমোটার অসীম সরকার বলেন, ‘‘আবাসনে গেট রয়েছে। এমনকী ছাদের দরজা ও লিফটের ঘরেও দরজা রয়েছে। কী করে বাইরের এক তরুণী ছাদে উঠলেন বুঝতে পারছি না।’’ এই ঘটনায় উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। যেমন, আবাসনের মেন দরজা কী অবস্থায় ছিল? যদি তা খোলাও থাকে তাহলে বহিরাগত এক তরুণী সোজা ছাদে উঠে গেলেন কীভাবে? তাহলে কী ছাদের দরজাও খোলা ছিল? লিফটের ঘরের দরজাই বা কী করে খোলা থাকল? প্রাথমিক তদন্তের পরে তদন্তকারীদের অনুমান, কোনও ভাবে ওই তরুণী ছাদে পৌঁছে লিফটের ঘরে ঢুকেছিলেন। সেখান থেকেই লিফটের ছাদে পরে যান। এরপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.