Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

ফোন করে বাড়ি থেকে ডেকে ধর্ষণ, গলাকাটা দেহ উদ্ধার তরুণীর

মৃতার কললিস্ট খতিয়ে দেখে শুরু তদন্ত।

Girl raped, murdered at West Bengal's Murshidabad

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2019 9:46 am
  • Updated:June 24, 2019 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়। সোমবার ভোররাতে এলাকার একটি আম বাগান থেকে উদ্ধার হয়েছে তরুণীর গলাকাটা দেহ। মৃতার কললিস্ট খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 

[আরও পড়ুন: ‘চার ঘণ্টায় সামলে দেব’, উত্তপ্ত ভাটপাড়া নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের]

জানা গিয়েছে, কয়েকদিন আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মামাবাড়ি গিয়েছিলেন ওই তরুণী। রবিবার রাতে তাঁর কাছে একটি ফোন আসে। তরুণীর পরিবার সূত্রে খবর, সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরোন তিনি। দ্রুত ফিরে আসার কথা জানিয়েই বাড়ি থেকে বেরোন ওই তরুণী। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি ওই তরুণী। এরপরই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে সোমবার ভোররাতে এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার হয় ওই তরুণীর গলাকাটা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন।

Advertisement

[আরও পড়ুন: রাজা-নন্দিনীর জীবনে আলোকপাত, কৃষ্ণনগরে বন্দিদের অভিনয়ে ‘রক্তকরবী’]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই গলা কেটে খুন করা হয়েছে ওই তরুণীকে। মৃতার পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। কিন্তু কে ডেকেছিল তাঁকে? তা নিশ্চিত করতে মৃতার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, মৃতার ফোন মারফতই অভিযুক্তদের হদিশ মিলবে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে মৃতার বাড়িতে। মৃতার পরিবার, মামাবাড়ির সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement