সম্যক খান, মেদিনীপুর: কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ। মোবাইলে আবার ঘটনার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত। নির্যাতিতার দাবি, ঘটনার কথা বাড়িতে বললে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল সে। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে।
[ লোকাল ট্রেনে সহযাত্রীর সামনেই হস্তমৈথুন প্রৌঢ়র, ভাইরাল ভিডিও]
নির্যাতিতা ওই কিশোরী নবম শ্রেণীর ছাত্রী। মেদিনীপুর শহরের তাতিগেড়িয়া প্রমদনগর এলাকায় থাকে সে। অভিযুক্ত আশিস মণ্ডল ওই কিশোরীর প্রতিবেশী। নির্যাতিতার বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে আসে আশিস। তখন তার বাবা-মাও বাড়িতেই ছিলেন। নিজের মেয়ের সঙ্গে পড়াশোনার অছিলায় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আশিস। কিন্তু, বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে প্রতিবেশী আশিস মণ্ডল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। নির্যাতিতার দাবি, ধর্ষণের ঘটনাটি আবার নিজের মোবাইলে ভিডিও করে রাখে আশিস। ঘটনার কথা বাড়িতে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় সে। যদিও তাতে ভয় পায়নি ওই কিশোরী। বাড়ি ফিরে গোটা ঘটনা বাবা-মাকে জানিয়ে দেয় সে। পাড়াতেও জানাজানি হয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরের তাতিগেড়িয়ার প্রমোদনগর এলাকায় অভিযুক্ত আশিস মণ্ডলের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় কোতুয়ালী থানায়। আশিসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নির্যাতিতার পাড়া-প্রতিবেশীরাই। কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবারের লোকেরা।
[পরিচয় লুকিয়ে নাবালকের সঙ্গে সংসার, ফাঁস গৃহবধূর কীর্তি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.