Advertisement
Advertisement

Breaking News

সম্পর্ক ভাঙায় ফেসবুকে অশ্লীল ছবি, আত্মঘাতী তরুণী

মৃতার পরিবারের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে অকালে চলে যেতে হত না তরুণীকে৷

Girl Commits Suicide after man uploads vulgar photo in Facebook
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 1:40 pm
  • Updated:September 12, 2016 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙেছিল বেশ কিছুদিন আগে৷ কিন্তু প্রাক্তন প্রেমিকের আক্রোশ থেকে রক্ষা পেলেন না৷ ফেসবুকে একের পর এক আপত্তিকর ছবি পোস্ট হওয়ার জেরে শেষমেশ আত্মঘাতী হলেন দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুরের এক তরুণী৷

মৃতা তরুণীর পরিবারের তরফে অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে তরুণীকে উত্যক্ত করত অভিযুক্ত৷ রাস্তাঘাটে বারংবার এরকম ঘটনা ঘটলে প্রতিবাদ করেন তরুণীর মা৷ তাতে উল্টে তাঁকেই মারধরের হুমকি দেওয়া হয়৷ এরপর পুরো ঘটনা স্থানীয় থানায় জানিয়েও রেখেছিলেন তাঁরা৷ কিন্তু পুলিশের তরফে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ পরিবারের৷ ফলে তরুণীকে উত্যক্ত করা আরও বাড়ায় ওই যুবক৷ ফেসবুকে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করতে থাকে বলে জানা গিয়েছে৷ তরুণীর পরিবারের পক্ষ থেকে এ কাজ করতে মানা করা হলেও কথায় কান দেয়নি সে৷ এমনকী তরুণীর দাদাকে যুবকটি জানায়, এর শেষ দেখে তবে সে ছাড়বে৷ ক্রমাগত আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় অপমানে আত্মঘাতী হন ওই তরুণী৷ সোমবার সকালে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন৷ মৃতার পরিবারের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে অকালে চলে যেতে হত না তরুণীকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement