Advertisement
Advertisement

Breaking News

মায়ের ‘সম্পর্ক’ জেনে ফেলায় খুন হল মেয়ে

“নিশ্চয়ই এমন কিছু অন্যায় কাজ করছিল যা মেয়ে দেখে ফেলে৷”

Gir Murdered Due To Mother’s Extramarital Affair
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 12:47 pm
  • Updated:October 30, 2016 12:47 pm  

নিজস্ব সংবাদদাতা: মায়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে৷ মেয়েকে এই ঘটনা জেনে ফেলার খেসারত দিতে হল প্রাণ দিয়ে৷ মায়ের হাতে খুন হল মেয়েকে৷ শুক্রবার রাতে এমনটাই অভিযোগ উঠেছে ডোমকলের ভগীরথপুরে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম অঙ্কিতা ঘোষ (১১)৷
স্বামী অমর ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রিয়া ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও অঙ্কিতার বাড়ির লোকেদের অভিযোগ, মা নয়, মায়ের ‘প্রেমিক’ই খুন করেছে তাকে৷ ‘প্রেমিক’কে বাঁচাতে নিজের কাঁধে দায় তুলে নিয়েছে প্রিয়া৷ পুলিশের কাছে ইতিমধ্যেই প্রিয়া ঘোষ স্বীকার করেছে, “আমিই আমার মেয়েকে খুন করেছি৷” ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান জানান, “প্রাথমিক তদন্তে অনুমান মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে গিয়েছিল মেয়ে৷ তার জেরেই শ্বাসরোধ করে এই খুনের ঘটনা৷ প্রিয়া ঘোষ নামে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে৷”
শুক্রবার রাতে মায়ের সঙ্গেই শুয়েছিল স্থানীয় ভগীরথপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অঙ্কিতা৷ অঙ্কিতার পিসি মালতী ঘোষের কথায়, “রাতে দাদা ঘরে ছিল না৷ বউদি নিশ্চয়ই এমন কিছু অন্যায় কাজ করছিল যা মেয়ে দেখে ফেলে৷ তবে বউদি নয়, এই খুন তার প্রেমিকই করেছে৷ তাকে বাঁচাতেই বউদি নিজের কাঁধে দায় তুলে নিচ্ছে৷”
স্থানীয়রা জানান, প্রিয়ার বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অমরবাবুর সঙ্গে সম্পর্কে বেশ কয়েকদিন ধরে চিড় ধরেছিল৷ স্থানীয় বাজারে অমরবাবুর একটি মিষ্টির দোকান রয়েছে৷ দিনে বাড়িতে খেতে গেলেও রাতে বাড়িতে কমই যান৷ দোকানে চুরি হতে পারে, এই আশঙ্কা থেকেই অমরবাবু রাতে দোকানে থেকে যেতেন অধিকাংশ দিন৷ শুক্রবার রাতেও তেমনটাই ঘটেছিল৷ অমর ঘোষ জানান, “ভোরের দিকে স্ত্রী এসে বলল মেয়ের শরীর ভাল নেই৷ ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ দৌড়ে গিয়ে দেখি মেয়ের মুখে রক্ত গড়িয়ে শুকিয়ে গিয়েছে৷ হাত-পা ঠান্ডা৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement