Advertisement
Advertisement

৪০ কেজির আড় মাছ! সেলফি তোলার ধুম জলপাইগুড়িতে

মাছটিকে নিলামের সিদ্ধান্ত ব্যবসায়ীদের৷

Giant fish caught in Teesta
Published by: Sayani Sen
  • Posted:November 20, 2018 3:51 pm
  • Updated:November 20, 2018 3:57 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: তাকে ধরতে গিয়ে রীতিমতো নাজেহাল হলেন অনেকেই৷ জখমও হলেন কেউ কেউ৷ নিশ্চয়ই ভাবছেন এমন রহস্য করে কার কথা বলা হচ্ছে৷ অবাক হলেও এটাই সত্যি যে, বিশালাকার একটি আড় মাছকে নিয়েই রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ 

[ডায়মন্ড হারবারে শুটআউট, গুলিবিদ্ধ উপপ্রধানের বাবা]

প্রতিদিনের মতো মৎস্যজীবীরা মঙ্গলবারও তিস্তায় মাছ ধরতে যান৷ কিন্তু, জাল তুলতে গিয়ে কালঘাম ছুটে যায় তাঁদের৷ ভেবেছিলেন, নিশ্চয়ই বড় কোনও মাছ জালে ধরা পড়েছে৷ বহু কষ্টে যখন জাল তুললেন, তখন চক্ষুচড়ক গাছ মৎস্যজীবীদের! জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি আড় মাছ৷ মৎস্যজীবীদের দাবি, তিস্তায় এত বড়  মাছ আগে কখনও দেখেননি তাঁরা৷ কিছুক্ষণের মধ্যেই মাছটিকে জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসেন মৎস্যজীবীরা৷ মাছ দেখে হতবাক ব্যবসায়ীরাও৷ জলপাইগুড়ি স্টেশন বাজারে মাছ বিক্রেতারা জানিয়েছেন,  তিস্তায় বড় মাপের আড় মাছের উপস্থিতি নতুন নয়। তবে ৪০ কেজি ওজনের মাছ আগে দেখেননি তাঁরা৷ কিন্তু মাছটি বিক্রি করবেন কে? ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, নিলামে যে মাছ বিক্রেতা সর্বোচ্চ দাম দিতে পারবেন, তাঁকেই মাছটি দেওয়া হবে৷  শেষ খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত আড় মাছটির দাম উঠেছে ২০ হাজার টাকা৷

Advertisement

[সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে? অভিযোগ জানান এই পোর্টালে]

এদিকে মুখে মুখে খবর রটতে সময় লাগেনি৷  সেলফি তোলার জন্য রীতিমতো ভিড় জমে যায় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ সকালে যত কাজই থাকুক না কেন, বিশালাকার মাছের সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউই৷ কেউ কেউ আবার স্রেফ মাছটিকে দেখতে বাজারমুখী হয়েছিলেন৷ মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আড় মাছটিকে কিনতেও চেয়েছেন অনেকেই৷ বুধবার মাছটিকে কেটে কেজি দরে বিক্রি করা হবে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement