Advertisement
Advertisement

দ্বারকেশ্বর নদে ভেসে এল বিশালাকৃতির মাছ, চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

মাছ দেখতে রীতিমতো ভিড় জমে যায় কেনজাকুড়া এলাকায়।

Giant fish caught in Bankura
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 11, 2018 5:16 pm
  • Updated:August 11, 2018 7:18 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: বছরভর তেমন জল থাকে না। কিন্তু বর্ষার সময়ে ফুলেফেঁপে ওঠে বাঁকুড়ার জেলার নদী ও নদগুলি। ব্যতিক্রম নয় দ্বারকেশ্বর নদও। শনিবার সকালে নদের জলে ভেসে এল বিরাট আকৃতির একটি মাছ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহর লাগোয়া কেনজাকুড়া এলাকায়। মাছটি দেখতে ভিড় করেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাছটি দেখতে মাগুরের মতো। কিন্তু আকারে অনেক বড়।

[ শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ]

Advertisement

জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় নদ-নদীর অভাব নেই। খাস বাঁকুড়া শহরের বুকে চিরে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। শহরের কাছেই দ্বারকেশ্বর নদ। কিন্তু, অপেক্ষাকৃত উঁচু জেলা বাঁকুড়া বছরের অন্যন্য সময়ে নদ-নদীগুলি জল থাকে না বললেই চলে। ফলে মাছ চাষও করা যায় না। কিন্তু, বর্ষা এলেই পরিস্থিতি বদলে যায়। বৃষ্টির জলে ভরে ওঠে নদী। তখন জাল ফেলেন স্থানীয় বাসিন্দারা। এবার অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি বাঁকুড়ায়। ভেসে গিয়েছে বাঁকুড়া শহর-সহ গোটা জেলা। গন্ধেশ্বরী নদীর জলে ভেসে গিয়েছে আস্ত একটি পাকা বাড়ি। শুক্রবার রাতে কেনজাকুড়া এলাকায় দ্বারকেশ্বর নদে জাল ফেলেছিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তাঁরা দেখেন, জাল আটকে পড়ে ছটফট করছে একটি বিরাট একটি মাছ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এমন বিশাল মাছ আগে কখনও দেখেননি। মাছটি দেখতে অনেক মাগুর মাছের মতো। ঘটনাটি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল মাছটি নদী থেকে তুলে লোকালয়ে নিয়ে আসা হয়। মাছ দেখতে রীতিমতো ভিড় জমে যায়। এদিকে জল থেকে তুলে আনার কিছুক্ষণ পরেই মাছটি মারা যায়।

[বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ, বধূকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement