অরূপ বসাক, মালবাজার: মালবাজার মহকুমার মডেল স্কুলে ভূতের আতঙ্ক কাটাতে এবার মাঠে নামলেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা৷ মালবাজারের চেংমারি গ্রামপঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করার কাজও শুরু করলেন তাঁরা৷ বিজ্ঞান মঞ্চের তরফে নতুনহাটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের মানুষদের বোঝানো হয়, ভূত বলে কিছুই নেই৷ ওঝারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এলাকায় ভূতের ভয় দেখিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে৷
শুধু মুখে প্রচারই নয়, শুক্রবার রীতিমতো হাতকলমে গ্রামবাসীদের ওঝাদের বুজরুকি দেখান বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা৷ বোঝানো চেষ্টা হয়, ভূতের কোনও ভূতের কোনও অস্তিত্ব নেই৷ সাধুর বেশে ম্যাজিকও দেখানো হয়৷ শেষে বুঝিয়ে দেওয়া হয়, ওঝাদের কারসাজি৷ জাদুমন্ত্র তন্ত্র বলে কিছুই হয় না৷ সব কিছুর পিছনেই বিজ্ঞান৷ বিজ্ঞান মঞ্চের সদস্যদের বক্তব্য, কোনও কুমতলবে পরিকল্পনামাফিক এলাকার ভূতের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন এক শ্রেণির অসাধু মানুষ৷ অনুষ্ঠানে ্অংশ নিয়েছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সহসভাপতি শঙ্কর কর-সহ সাতজনের একটি দল৷ সম্প্রতি, মালবাজার মডেল স্কুলের নির্মীয়মাণ হোস্টেলে ভুত রয়েছে বলে খবর রটে এলাকায়৷ ছড়িয়ে পড়ে ভূতের আতঙ্ক৷ আতঙ্ক এতটাই বেড়ে যায়, যে দিনে হস্টেলে থাকলেও, ভাড়াবাড়িতে রাত কাটাতে শুরু করেছিলেন হস্টেলের ম্যানেজার তোতন রায়৷
[ভিনরাজ্যের যৌনপল্লিতে বিক্রির ছক, বুদ্ধির জোরে বেঁচে ফিরল কিশোরী]
বিজ্ঞান মঞ্চের রাজ্য সভাপতি শঙ্কর কর বলেন, ‘‘আমাদের অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষদের বোঝাতে পেরেছি যে, ভূত বলে কিছুই নেই৷ অযথা ভয় পেয়ে লাভ নেই৷ কেউ ভূত আছে বলে প্রচার করলে তার মধ্যে অন্য কোন গল্প থাকতে পারে৷ এটাই খুঁজে বের করতে হবে৷ ভূতের পিছনে দৌড়ে কোন লাভ নেই৷ বাড়ি বাড়ি গিয়ে আমরা সেটা বোঝাতে পেরেছি।’’ এলাকাবাসী মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘এতদিন আমরা ভুল বুঝেছিলাম। কিন্তু আজ বুঝেছি সত্যিই ভূত বলে কিছুই হয় না।’’ এলাকার তৃণমূল নেতা পঞ্চানন রায় বলেন, ‘‘সত্যিই ভূত বলে কিছুই হয় না। কিন্তু বিজ্ঞানের এই যুগেও এখনও অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য এই অপপ্রচার করে৷ এই মডেল স্কুলেও তাই হয়েছে। একশ্রেণির মানুষ আছে তারা এই মডেল স্কুল বন্ধ করে দিতে চায়। যেটা আমরা হতে দেব না।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.