Advertisement
Advertisement

Breaking News

স্কুলে অশরীরী আতঙ্ক! অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী

সচেতনতা শিবিরের আয়োজন স্কুল কর্তৃপক্ষের৷

Ghost scare in Jalpaiguri school, several students taken ill

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:September 19, 2018 2:10 pm
  • Updated:September 19, 2018 2:10 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: ভূতের আতঙ্কে তীব্র উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বিবেকানন্দ হাই স্কুলে৷ অশরীরী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ছাত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রীদের সচেতন করার উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের৷ তবে, সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ছাত্রীদের অন্দরে বাসা বেঁধেছে তীব্র আতঙ্ক৷

[পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে চুরি, অবশেষে জালে ‘স্পাইডারম্যান’]

কেউ বলছে, শরীর কাঁপছে! কারও ঘুরছে মাথা৷ আবার কেউ বলছে, গলা টিপে ধরতে চাইছে কেউ৷ কখনও কখনও শোনা যাচ্ছে চিৎকার৷ ছাত্রীদের দাবি, কখনও আবার প্রচুর শক্তি শরীরে প্রবেশ দেহে৷ অভিযোগ, তখনই অসুস্থ পড়ছেন ছাত্রীরা৷ ফলে, মুহূর্তে মুহূর্তে বাড়ছে আতঙ্ক৷ স্কুলে ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়তেই শিক্ষিকা বলেন, ‘‘গত দু’মাস ধরে এই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আমাদের৷ কিন্তু গত দু’দিন অত্যাচারের মাত্রা বেড়েছে৷’’ গত সোমবার দুই ছাত্রী প্রথমে বিভিন্ন ধরনের শব্দ পেয়ে স্কুলে অসুস্থ হয়ে পড়ে৷ মুহূর্তেই ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ স্কুলে ‘জিন’ ঢুকেছে বলেও গুজব ছড়াতে থাকে৷ বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে দেখে স্কুলে ডাকা হয় বিশেষজ্ঞদের৷ ছাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতার পাঠও দেওয়া হয় ছাত্রীদের৷ ছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হলেও অভিভাবকরা ছুটতে শুরু করেন ওঝার কাছে৷ আর তাতেই বাড়তে থাকে আতঙ্ক৷

Advertisement

[‘পা ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেব’, প্রতিবন্ধীদের অনুষ্ঠানে মেজাজ হারালেন বাবুল]

অশরীরী আতঙ্ক প্রসঙ্গে দশম শ্রেণির এক ছাত্রী জানান, গত শনিবার এক ছাত্রী শৌচালয়ে কারও হাতের ছাপ দেখে ভয় পেয়ে যায়৷ মুহূর্তেই অসংলগ্ন আচরণ করতে থাকে ওই ছাত্রী৷ অভিযোগ, কিছুতেই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ পরে সংজ্ঞা হারিয়ে ফেলে ছাত্রীটি৷ মুহূর্তে গোটা স্কুলে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ এই ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও কুসংস্কার দূর করতে মনরোগ বিশেষজ্ঞ ও  বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিদের আনিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে৷ ডাকা হবে অভিভাবকদেরও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement