ছবি: প্রতীকী
সুমন করাতি, হুগলি: ছাদে যেন রাজমিস্ত্রিরা কাজ করছেন। কেউ আনছেন ইট। কেউ সেগুলি সাজিয়ে রাখছেন। আবার কেউবা সেই সাজিয়ে রাখা ইট ফেলে দিচ্ছেন। সন্ধ্যা নামলেই বাড়ির ছাদে এমনই বিকট শব্দ শোনা যেত! পরদিন ভোরের আগে নিস্তার নেই। শব্দ সহ্য করতে হত স্থানীয় বাসিন্দাদের। ‘ভূতে’র উপদ্রব বলেই দাবি ভুক্তভোগীদের। যদিও বিজ্ঞানমঞ্চ এই দাবি নস্যাৎ করেছে।
ঘটনাস্থল হুগলির পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়া। স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের একতলা বাড়ির ছাদ থেকেই ওই শব্দ ভেসে আসত বলে দাবি। এলাকাবাসীদের মতে, এর পিছনে রয়েছে ‘ভূত’। ‘ভূতে’র উপদ্রব রাতের ঘুম কেড়েছে তাঁদের। অনেকেই গ্রাম ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে চলে গিয়েছেন। উত্তমের কথায়, “অন্ধকার নামতেই ছাদের উপর কেউ যেন অনবরত ইঁট ফেলছে। ভয়ে ঘরে থাকতে পারতাম না। পরে সবাই মিলে ছাদে উঠে দেখেছি কেউ নেই। ভূত ছাড়া ওই শব্দ কে করবে?”
খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ জানান, “শব্দ আমরা শুনতে পাইনি। কেউ অসৎ উদ্দেশ্যে ছাদের উপর কিছু দিয়ে আঘাত করছে। যার ফলে ওই শব্দ শোনা যাচ্ছে।” তবে বিজ্ঞানমঞ্চের সদস্যরা যাওয়ার পর সেই শব্দ আর শুনতে পাননি কেউই।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.