Advertisement
Advertisement
TMC Candidate Dev

‘মাটির মানুষ’ দেব! মেঝেতে বসেই ঘাটালের দলীয় কর্মীদের সঙ্গে পাত পেড়ে ভোজ স্টার প্রার্থীর

মেন্যুতে কী কী পদ ছিল?

Ghatal TMC candidate Dev having lunch with workers after Lok sabha vote campaign

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:March 30, 2024 6:44 pm
  • Updated:March 30, 2024 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে ‘ব্লকবাস্টার’ ব্যাটন চালাচ্ছেন দেব। 

শনিবার প্রচারের ফাঁকে ঘাটালের তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে মেঝেতে বসে পাত পেড়ে খেলেন দেব। সাদামাটা মেন্যু। কাগজের পাতায় দেখা গেল মিষ্টি ভাত আর রকমারি ভাজা। দিনভর কাঠফাটা গরমে প্রচার চালিয়ে ঘেমে-নেয়ে যেন তৃপ্তির মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূলের তারকা প্রার্থী। কোনওরকম স্টারসুলভ হাবভাবের লেশমাত্র নেই। ঘাটালের দু’বারের সাংসদ যেন তাঁদেরই ঘরের ছেলে হয়ে উঠেছেন। তবে তাঁর মাটিতে বসে খাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই বিনম্র আপত্তি! লজ্জায় মাথায় হাত পড়ল তৃণমূলের সুপারস্টার প্রার্থীর। 

Advertisement

[আরও পড়ুন: ‘বাবার শেষ সম্বলও বেচে দিয়েছি’, ‘সাভারকর’ বানাতে নিঃস্ব রণদীপ হুডা? বক্স অফিসও ফেরাল মুখ!]

দলীয় কর্মীদের সঙ্গে মাটিতে বসে মধ্যাহ্নভোজ দেবের। নেটপাড়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দুকেরা বলছেন, ‘শাহী থিওরি’! উপরন্তু তৃণমূলের তারকা প্রার্থীর কপালে গেরুয়া টিকা। সেটা যদিও মন্দিরের। কিন্তু নিন্দুক-সমালোচকেরা কটাক্ষ করতে ছাড়লেন না! তাতে কী? দেব বরাবরই মাটির মানুষ। ঘাটালের কাছের মানুষ। নিজস্ব সংসদীয় এলাকায় আটকে থাকা মাস্টার প্ল্যানের জন্যই রাজনীতি থেকে বাণপ্রস্থ ঘোষণা করেও ফের প্রত্যাবর্তন করেছেন। আর দিন দশেকের প্রচারেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন। অনুরাগীদের মন্তব্য, “এবার দেবদা সাংসদ হিসেবে হ্যাট্রিক করবেন।” পর্দার মতো প্রচারের মাঠেও আট থেকে আশির মন জয় করে চলছেন অভিনেতা।

[আরও পড়ুন: ‘স্বামী বিবেকানন্দ আর মোদিজিই আমার অনুপ্রেরণা’, প্রার্থী হয়েই মাণ্ডি-সেবায় ব্রতী কঙ্গনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement