Advertisement
Advertisement

পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে গাঁটের কড়ি খরচ করে ইলিশ খাওয়ালেন শিক্ষকরা

মিড ডে মিলে ইলিশ খেয়ে খুশি পড়ুয়ারা

Ghatal school gives Hilsa fish in mid-day meal

ছবি : সুকান্ত চক্রবর্তী

Published by: Shammi Ara Huda
  • Posted:August 21, 2018 11:38 am
  • Updated:August 21, 2018 11:38 am  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মিড-ডে মিলের পাতে  ইলিশ৷ খুব খুশি পড়ুয়ারা৷ সোমবার দাসপুরের দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা নিজেদের গাঁটের টাকা খরচ করে পড়ুয়াদের ইলিশ মাছ খাইয়েছেন৷ পড়ুয়াদের পাশাপাশি পাত পেড়ে খেয়েছেন আমন্ত্রিত অতিথিরাও৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন,  “আমরা মিড-ডে মিলের পাতে মাছ, ডিম,  মাংস সবই দেওয়ার চেষ্টা করি৷ সোমবার শিক্ষকরা চাঁদা তুলে পড়ুয়াদের পাতে তুলে দিয়েছে ইলিশ মাছ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছিলাম৷ তাঁরা এসেছিলেন৷ ইলিশ মাছ পেয়ে খুবই খুশি স্কুলের শতাধিক পড়ুয়া৷”

[নারী পাচার রুখতে ডুয়ার্সে ‘গার্লস ক্লাব’, সমস্যা মেটাতে নয়া উদ্যোগ]

মিড-ডে মিল নিয়ে প্রায়ই বেনিয়মের অভিযোগ ওঠে৷ তাই সম্প্রতি তদারকিতে যুক্ত করা হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকদের৷ কিন্তু তারও মাঝে এমন নজির তৈরি করল দাসপুরের কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়৷ মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ তুলে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ৷ স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২৭ জন৷ এর আগে মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে মাঝে মাঝেই পড়ত পোনা মাছ থেকে শুরু করে মুরগির মাংস৷ এবার স্বাদ বদল করতে সোমবার পাতে পড়ল রুপোলি শস্য৷ স্কুলের মাস্টারমশাইরা চাঁদা তুলে কিনে এনেছিলেন ইলিশ মাছ। চারজন শিক্ষক দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের ভোজনের তদারকি করলেন৷ আমন্ত্রিত ছিলেন স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য কাঞ্চন মাইতি ও দীপালি প্রামাণিক৷ স্কুলের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন, “ছোট ছোট পড়ুয়াদের পাতে ইলিশ তুলে দিয়ে আমরাও খুশি।

Advertisement

[বাজপেয়ীকে শ্রদ্ধা কুলটি বিজেপির, প্রথা মেনে পারলৌকিক ক্রিয়ার আয়োজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement