বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। বুধবার ভোরে বংশী মদনের নেতৃত্বে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন। তালিকায় রয়েছে বন্দেভারতও। ফলে প্রবল সমস্যায় যাত্রীরা। এদিকে অবরোধকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি, কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ। বুধবার ভোরে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। স্বাভাবিকভাবেই কোচবিহার, জলপাইগুড়ির, নিউ জলপাইগুড়ি- সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। অবরোধের জেরে চারটি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ঘুর পথে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন। সব মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। তাঁদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।
রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে আপ ও ডাউন গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস, আপ-ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। অন্যদিকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ, নিউ কোচবিহার ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন। এর মধ্যে ডিব্রুগর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলক গঞ্জ ও নিউকোচবিহার রুটে চালানো হচ্ছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ, নিউকোচবিহার ও আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.