Advertisement
Advertisement

গৌতম দেবের উপস্থিতিতে সচল মিরিকের গাড়িধুরা, পানিঘাটা

পাহাড়ে উলটপুরাণ, মোর্চা ছেড়ে তৃণমূলে ২৫০ পরিবার।

Gautam Dev visits Mirik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2017 5:29 am
  • Updated:September 6, 2017 5:29 am

ব্রতীন দাস, শিলিগুড়ি: পাহাড়ে উলটপুরাণ। মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আড়াইশোর বেশি পরিবার। তিন মাসের বনধে তিতিবিরক্ত হয়ে এই সিদ্ধান্ত বলে পরিবারগুলি জানিয়েছে। মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে পাহাড়ে শান্তির পক্ষে সওয়াল করেন তাঁরা। বনধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও মন্ত্রী গেলেন পাহাড়ে। গৌতম দেবের বরাভয়ে গাড়িধুরা এবং পানিঘাটার সমস্ত দোকান খুলেছে।

[বনধ প্রত্যাহারের দাবিতে কার্শিয়ংয়ে মিছিল বিনয় তামাং, অনীত থাপাদের]

Advertisement

মিরিক মহকুমার গাড়িধুরা বাজারে রাজ্যের পর্যটনমন্ত্রীর নেতৃত্বে বুধবার সকালে শান্তি মিছিল হয়। প্রায় দু’হাজার মানুষের জমায়েতে অঙ্গীকার করা হয় বনধ আর মানা হবে না। পাহাড়বাসীর ভয় কাটাতে গৌতম দেব জানান, মানুষের সঙ্গে রয়েছে প্রশাসন।  তৃণমূল পাশে আছে। তাঁর সংযোজন, বনধের জেরে পাহাড়ের মানুষ কার্যত না খেয়ে রয়েছেন। তাদের দুর্দশা কাটাতে পাহাড় তৃণমূলের পক্ষ থেকে এদিন ১ লরি চাল এবং আটা গাড়িধুরা এলাকায় বিলি করা হয়। যা নিতে কার্শিয়াং, মিরিক থেকে বহু মানুষ এসেছিলেন। পরিবার পিছু ১০ কেজি চাল ও ৫ কেজি করে আটা দেওয়া হয়। যা পেয়ে পাহাড়ের বাসিন্দারা বলছেন খিদের যন্ত্রণা কিছুটা কমল। কারণ, গত কয়েক দিন ধরে তাঁরা শাক-পাতা, আর জঙ্গলের মাশরুম খেয়ে কোনওরকমে দিন কাটাচ্ছিলেন। মন্ত্রী জানান পাহাড়ের অন্যত্র এভাবে ত্রাণ দেওয়া হবে। গৌতম দেবের ধারণা পুজোর আগে পাহাড় স্বাভাবিক ছন্দে ফিরবে। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, পাহাড়ের তৃণমূল নেতা রাজেন মুখিয়া, জিটিএর প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ প্রধান।

[সাংবাদিক গৌরী লঙ্কেশের নির্মম হত্যা, বিচারের দাবি মমতার]

গাড়িধুরার ব্যবসায়ীদের বক্তব্য, বনধের ধাক্কায় তিন মাসে প্রচুর ক্ষতি হয়েছে। আর বনধ সহ্য করবেন না। এদিন অশান্তি এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। পাহাড়ের শরীরী ভাষা বদলের দিন রাজনৈতিক সমীকরণও বদলাচ্ছে। লাগাতার বনধে বিরক্ত হয়ে মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেন গাড়িধুরা, রোহিণী, পাঙ্খাবাড়ি, লঙ ভিউ, কার্শিয়াং এলাকার ২৫০ বেশি পরিবার। এদিকে এদিন বিকেলে বিমল গুরুংকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে পতাকাহীন মোমবাতি মিছিল করবেন বিনয় তামাং। পাহাড়ের সমস্ত বিশিষ্ট মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন এই বহিষ্কৃত মোর্চা নেতা। ম্যাল থেকে চকবাজার পর্যন্ত মিছিল বিনয় কী বার্তা দেন তা নিয়ে শুরু হয়েছে কৌতুহল। মোর্চা শিবিরের রক্তচাপ বাড়িয়ে বিনয় তামাং জানিয়েছেন আগামী শুক্রবার তিনি চকবাজারে সভা করে বিমল গুরুংয়ের দুর্নীতির পর্দা ফাঁস করবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement