Advertisement
Advertisement
গৌতম দেব

উত্তরবঙ্গ তৃণমূলে বড় রদবদল, ১৫ বছর পর দায়িত্ব থেকে সরলেন গৌতম দেব

দার্জিলিংয়ে তৃণমূলের নতুন সভাপতি রঞ্জন সরকার।

Gautam Deb shunted, TMC reshuffles structure in North Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:September 25, 2019 10:58 am
  • Updated:September 25, 2019 10:58 am  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে উত্তরবঙ্গে বিজেপিকে ঠেকাতে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করে ফেলল রাজ্যের শাসকদল। ১৫ বছর পর দলের দার্জিলিং জেলা সভাপতির পদ থেকে সরানো হল পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। মঙ্গলবার রাতে সেকথা নিজেই জানালেন মন্ত্রী। সেইসঙ্গে নতুন সভাপতি হিসেবে তিনিই ঘোষণা করলেন রঞ্জন সরকারের নাম।

[আরও পড়ুন: পুজোর মুখে পুরুলিয়ার দুয়ারসিনির জঙ্গলে উদ্ধার মাওবাদী পোস্টার, বাড়ছে আতঙ্ক]

এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গে অত্যন্ত হতাশাজনক ফলাফল হয়েছে রাজ্যের শাসকদলের। জলপাইগুড়ি ছাড়া বাকি কোনও লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাতে আসেনি। গেরুয়া ঝড়ে কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। তা থেকে শিক্ষা নিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তৃণমূল। তাই সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

১৫ বছর ধরে দার্জিলিং জেলায় দলের সভাপতির দায়িত্বে থাকা গৌতম দেবকে সরিয়ে আনা হয়েছে আট মাসের জন্য দায়িত্ব সামলানো রঞ্জন সরকারকে। তাঁর উপরই এবার ভরসা রাখতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতির পাশাপাশি শিলিগুড়ি বিধানসভার আহ্বায়কের দায়িত্বও তাঁর উপরেই ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতেই শিলিগুড়িতে পূর্ত দপ্তরের বাংলোয় উত্তরবঙ্গে দলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন গৌতম দেব নিজেই। তবে গৌতমবাবুকে জেলা সভাপতির পদ থেকে অপসারণের বিষয়টি সরাসরি প্রকাশ করছে না তৃণমূল নেতৃত্ব। অরূপবাবুর মতে, তাঁকে দলের বৃহত্তর স্বার্থেই এই পদ থেকে অব্যহতি দেওয়া হল। গৌতমবাবু জানান, জেলা সভাপতি পদে কম বয়সিদের সুযোগ দেওয়া হচ্ছে। তাই রঞ্জন সরকার আদর্শ পছন্দ। তবে গৌতমবাবু কয়েকটি জেলার বিশেষ কমিটির দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন অরূপবাবু। তবে জেলা সভাপতি পদে আসীন হয়েই সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নিলেন রঞ্জনবাবু। তিনি বলেন, ”সাংগঠনিক দুর্বলতা রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”

[আরও পড়ুন: কার্টুন নকল করতে গিয়ে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রের]

নতুন জেলা সভাপতিকে মাথায় রেখে দ্রুত জেলা কমিটি ও কোর কমিটি ঘোষণা করা হবে।পাশাপাশি, শিলিগুড়ি মহকুমার তিনটি আলাদা আহ্বায়ক নিয়োগ করা হলো দলের তরফে। শিলিগুড়ি বিধানসভার আহ্বায়ক হচ্ছেন রঞ্জন সরকারই। পাশাপাশি মাটিগাড়া-নকশালবাড়ির আহ্বায়ক করা হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষকে। ফাঁসিদেওয়া বিধানসভার আহ্বায়ক হলেন প্রবীর রায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement