Advertisement
Advertisement
গজলডোবা

কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের

বৈঠক করতে গেলে মন্ত্রী গৌতম দেবকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন৷

Gautam Deb faces protest at Gajaldoba helipad project site
Published by: Sucheta Sengupta
  • Posted:June 7, 2019 5:06 pm
  • Updated:June 7, 2019 6:52 pm  

অরূপ বসাক, মালবাজার: কৃষকদের থেকে অনিচ্ছা সত্ত্বেও জমি নিয়ে ‘ভোরের আলো’ প্রকল্প করা হবে না৷ আজ, শুক্রবার রাজ্যের পর্যটন মন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলার পর এই আশ্বাস দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বরাবরই কৃষকদের স্বার্থরক্ষার কথা বলেন৷ তাই এখানেও কৃষকদের অসুবিধা হয়, এমন কোনও কাজ করা হবে না৷ তবে কার কী সমস্যা, তা যেন আলোচনার মাধ্যমে ঠিক করা হয়, সেই আবেদনও রেখেছেন মন্ত্রী গৌতম দেব৷

[আরও পড়ুন: নিমতায় তৃণমূল নেতা খুনের তদন্তে সিআইডি, গ্রেপ্তার আরও ১]

প্রায় ৩০০ কৃষকের থেকে জমি নিয়ে হেলিপ্যাড তৈরির যে প্রকল্প করতে চলেছে রাজ্য সরকার, তার বিরোধিতায় এখন উত্তপ্ত জলপাইগুড়ির গজলডোবা৷ কৃষকদের দাবি, জমি অধিগ্রহণের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে৷ এই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারকে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন৷ শুক্রবার সেই সময়সীমা শেষ হওয়ায় ভোরের আলো প্রকল্পের সামনেই পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হল কৃষক পরিবারগুলি৷

Advertisement

গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড তৈরির জন্য সাইনবোর্ড লাগানো হয়েছিল সরকারের তরফে৷ কৃষকদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই জমি অধিগ্রহণ করা হয়েছিল৷ রাজ্য সরকারের লাগিয়ে দিয়ে যাওয়া সাইনবোর্ডও উপড়ে ফেলার চেষ্টা চলে৷ এনিয়ে দিন দুই আগে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা৷ গোটা আন্দোলনের নেপথ্যে বিজেপির কৃষক মোর্চা ইউনিয়নের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠছিল৷ এনিয়ে ধুন্ধুমার পরিস্থিতির জেরে সরকারপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, সরকার থেকে এই জমি নিয়ে তাঁদের সঙ্গে কোনও সমাধান না করলে, বৃহত্তর আন্দোলনে নামা হবে৷ সেইমতো, শুক্রবার সেই সময়সীমা শেষ হতেই গজলডোবায় ‘ভোরের আলো’ প্রকল্পের পাশে রাজ্য সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান৷ সঙ্গে রয়েছে বিজেপির কৃষক মোর্চা ইউনিয়ন।

gautam-deb

[আরও পড়ুন: লোকসভা ভোটে হারের জের, জেলা সভাপতির পদ খোয়ালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে এনিয়ে বৈঠকের আগেই তাঁরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান৷ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিক্ষোভ চোখে পড়ে মন্ত্রী গৌতম দেবের৷ তিনি নিজে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের বোঝান৷ বলেন, কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব৷ সেইসঙ্গে এও মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী কৃষক স্বার্থ রক্ষার পক্ষে৷ তাই কৃষক স্বার্থ বিঘ্নিত করে কোনও প্রকল্প হবে না বলেও মৌখিক আশ্বাস দেন৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement