Advertisement
Advertisement

Breaking News

জাতীয় সড়কে ট্যাঙ্কারে ধাক্কা লরির, গ্যাস লিকে আতঙ্কে ফরাক্কাবাসী

৩৪ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা।

Gas tanker leak sparks panic in Farakka
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 22, 2019 5:30 pm
  • Updated:February 22, 2019 5:30 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে একটি লরি। এর জেরে  গ্যাস লিক হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দাদের মধ্যে। বিপদের আশঙ্কাতেই জাতীয় সড়ক ও রেল সড়ক বন্ধ করে দেওয়া হয়। যার জেরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে। দুর্ভোগের কবলে পড়েন স্থানীয় ও নিত্যযাত্রীরা।

[সোশ্যাল সাইটে পরিচয়, ফুঁসলিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২]

শুক্রবার ভোর ৫টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার। সেই সময় মুর্শিদাবাদের ফরাক্কার কলেজ মোড় ও এনটিপিসির মাঝখানে গ্যাস ট্যাঙ্কারটিকে পিছন থেকে ধাক্কা দেয় অপর একটি লরি। লরির ধাক্কায় ট্যাঙ্কারটির পিছনের অংশ  ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে শুরু করে। গ্যাস বের হতে শুরু করতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কে। তড়িঘড়ি আসানসোল থেকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় গ্যাস বিশেষজ্ঞদের দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। শুক্রবার সকাল থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের।

Advertisement

[সীমান্ত থেকে সাপের বিষ-সহ ধৃত নেপালের নাগরিক]

সেই সঙ্গে ঘটনার জেরে ধুলিয়ান গঙ্গা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় নবদ্বীপধাম এক্সপ্রেসকে। দীর্ঘক্ষণ রামপুরহাট-আজিমগঞ্জের দিক থেকে আসা উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। যার জেরে মালদহ ও মুর্শিদাবাদ জেলা জুড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়। বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement