Advertisement
Advertisement

লরিতে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৭

ধৃতদের কাছে মিলল নকল উর্দি ও পরিচয়পত্র৷

Ganja Smugglers arrested in Nadia
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 5, 2018 5:35 pm
  • Updated:December 5, 2018 5:35 pm

সুবীর দাস, কল্যাণী: ট্রাকের গায়ে সেনাবাহিনীর স্টিকার, সকলের পরনে জলপাই রঙের উর্দি৷ পরিকল্পনায় কোনও খামতি ছিল না৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হল না৷ নদিয়ার চাকদহের ৩৮ নম্বর জাতীয় সড়কে লরি-সহ সাতজন গাঁজা পাচারকারীকে ধরে ফেলল পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, লরিতে ২৬ কেজি গাঁজা ছিল৷ ধৃতদের কাছ থেকে সেনাবাহিনীর নকল উর্দি ও পরিচয়পত্র পাওয়া গিয়েছে৷

Advertisement

মঙ্গলবার রাতে নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল চাকদহ থানার পুলিশ৷ ‘আর্মি অন ডিউটি’ স্টিকার লাগানো ভিন রাজ্যের একটি ট্রাক দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ তাঁদের দাবি, ট্রাকটি যখন দাঁড় করানো হয়, তখন ট্রাকের সাতজন আরোহী নিজেদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ান বলে পরিচয় দেয়৷ সচিত্র পরিচয়পত্রও দেখায় তারা৷ কিন্তু, তাতে পুলিশের সন্দেহ আরও বাড়ে৷ ওই সাতজনকে প্রথমে আটক করা হয়৷ লরি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হওযার পর, তাদের গ্রেপ্তার করে চাকদহ থানার পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত সাত জনের নাম বিক্রান্ত চৌহান,জওহর সিং, দীপক কুমার সিং, মনোজ কুমার রাম, দীপক সিং চৌহান, হরিওম গিরি ও মুনচন্দ যাদব। সকলেরই বাড়ি উত্তরপ্রদেশে৷ তাদের কাছ থেকে সেনাবাহিনীর নকল উর্দি ও পরিচয়পত্র পাওয়া গিয়েছে৷ ওই সাতজন আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে চাকদহ থানার পুলিশ৷ বস্তুত, এর আগেও লরিতে সেনাবাহিনীর স্টিকার লাগানো গাঁজা পাচারের ঘটনা ঘটেছে চাকদহে৷

ছবি: সুজিত মণ্ডল

পুলিশের কাছে মুচলেকা দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত চোলাই কারবারীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement