Advertisement
Advertisement

গঙ্গাসাগরে মৃত্যু, স্নান করতে যাওয়ার পথে প্রাণ হারালেন এক পূণ্যার্থী

নামখানার এক নম্বর বাসস্ট্যান্ডে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Ganga Sagar pilgrim dies
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 14, 2019 1:07 pm
  • Updated:January 14, 2019 1:12 pm  

দেবব্রত মণ্ডল,দক্ষিণ ২৪ পরগনা: পূণ্যলাভের আশায় মানুষের ভিড় উপচে পড়েছে গঙ্গাসাগরে। এ রাজ্য তো বটেই, বিহার, মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন সাগর সঙ্গমে। সোমবার সকালে স্নান করতে যাওয়ার পথে মারা গেলেন একজন।

[ সোদপুরে শুটআউট, ফিল্মি কায়দায় ফ্ল্যাটে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে খুন]

Advertisement

মৃতের নাম শ্রিংগার রানি। বয়স বাহান্ন বছর। মধ্যপ্রদেশ থেকে পরিবারের লোকেদের সঙ্গে গঙ্গাসাগরে এসেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবারে ভোরে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন শ্রিংগার। যাওয়ার পথে নামখানার এক নম্বর বাসস্ট্যান্ডে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল। কিন্ত, শেষরক্ষা হয়নি। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মারা যান শ্রিংগার রানি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পঞ্জিকা মতে, সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট থেকে গঙ্গাসাগরে শুরু হয়ে যাবে মকরসংক্রান্তির পূণ্যস্নান। চলবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৯মিনিট পর্যন্ত। কপিলমুনি মন্দিরের অধ্যক্ষ স্বামী জ্ঞানদাস মোহন্ত জানিয়েছেন, স্নানের সবচেয়ে ভাল সময় মঙ্গলবার ভোর ৪টে থেকে ৭টা। প্রশাসন অবশ্য জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট পর্যন্তই গঙ্গাসাগরে স্নান করতে পারবেন পূণ্যার্থীরা। গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। উপকূলে নামানো হয়েছে বিচ বাইক। এমনকী, আকাশপথে ড্রোনের সাহায্য চলবে নজরদারি। গঙ্গাসাগরে নজরদারি চালাবে উপকূলরক্ষী বাহিনী।

[ ভাড়া নিয়ে বচসা, দিঘায় হোটেলে ঢুকে পর্যটকদের মারধর টোটো চালকদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement