Advertisement
Advertisement

আধাসেনার পোশাকে মালদায় মাঝরাতে আতঙ্ক ছড়াল ১১ জনের দল

সোমবার রাত থেকেই এ নিয়ে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷

Gang dressed in army fatigue abducts man in Malda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 8:56 am
  • Updated:February 28, 2017 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধাসেনার পোশাক পরে মাঝরাতে রায়গঞ্জের শীতগামের ট্যাংরা গ্রামে আতঙ্ক ছড়াল ১১ জনের একটি দল৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

(বড়বাজারে বিধ্বংসী আগুনের জের, আশঙ্কা যানজটের)

হজরত আলি নামে গ্রামের এক ব্যক্তি জমি বিবাদ নিয়ে মাঝরাতে সালিশিসভা ডাকে ওই এগারো জন৷ এতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ সভা বসাতে চাওয়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়৷ তাঁরা অন্যান্য স্থানীয়দের খবর দেন৷ এলাকার লোকজন জড় হতেই হজরত আলি নামে একজনকে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে আগন্তুকরা৷ তবে সফল হয়নি৷ গ্রামের লোকজন ওই দলের ৯ জনকে ধরে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন রাতভর৷ সকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ৷

Advertisement

(ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দলে সোনি, জিততে মরিয়া বাগান)

যাদের বেঁধে রাখা হয়েছিল তাদের মধ্যে আবার একজন নিজেকে পুলিশের এএসআই বলে পরিচয় দেয়৷ জানায়, তার নাম নুরুল ইসলাম৷ মালদায় কর্মরত৷ তার কথা যাচাই করে দেখছে পুলিশ৷ এদিকে মধ্যরাতে যে ষাটোর্ধ্ব ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর জমি নিয়েই গণ্ডগোলের সূত্রপাত৷ সেই ব্যক্তিকে হঠাৎ এভাবে কেন অপহরণ করা হল তা এখনও স্পষ্ট নয়৷ পাশাপাশি ওই ১১ জনের দলের ব্যক্তিদেরও চিহ্নিত করা যায়নি? প্রশ্ন উঠছে, দলের একজন যদি পুলিশকর্মীই হয়, তবে সে কাদের সঙ্গে এসেছিল? মাঝরাতে সালিশিসভাই বা কেন বসানো হয়েছিল৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সোমবার রাত থেকেই এ নিয়ে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement