Advertisement
Advertisement
ফিরহাদ হাকিম

‘বিজেপি সন্ত্রাসবাদী দল, ব্যান করা উচিত’, বনগাঁর সভায় মন্তব্য ফিরহাদের

প্রচারসভায় তৃণমূল প্রা্র্থীর অনুপস্থিতি নিয়ে জল্পনা৷

'Gabbar Sing PM', Firhad Hakim slams Narendra Modi at Bongaon
Published by: Sucheta Sengupta
  • Posted:May 2, 2019 8:52 pm
  • Updated:May 2, 2019 8:52 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ‘বেটা সো জা, নেহি তো নরেন্দ্র মোদি আ জায়েগা৷ এবার থেকে এভাবেই মোদির পরিচিতি হবে’৷ বনগাঁর তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে মতিগঞ্জে সভা করতে গিয়ে এভাবেই মোদিকে তোপ দাগলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নরেন্দ্র মোদিকে চম্বলের ডাকাত গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করে, ‘ঢপবাজ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নাম মুখে আনি না৷’

[আরও পড়ুন: রাজনীতিতে যুযুধান দম্পতি, স্বামী জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্ত্রী অনন্যা]

বৃহস্পতিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে মতিগঞ্জের জ্ঞান বিকাশিনি সংঘের মাঠে সভা করেন ফিরহাদ হাকিম৷ তিনি মঞ্চে উপস্থিত হতেই মাঠ কানায় কানায় ভরে যায়৷ মন্ত্রী সভা থেকে বিজেপিকে ‘সন্ত্রাসবাদী দল’ বলে দাবি করে বলেন, ‘বিজেপিকে ব্যান করা উচিত ।’ বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন তিনি৷ তাঁর কথায়, রামচন্দ্রের রাবণকে বধ করে সীতা উদ্ধারের কাহিনীর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী  নিজেকে  সবচেয়ে বড় রামভক্ত বলেন৷ রাম,সীতার সম্মান রক্ষার্থে রাবণ বধ করেছিল প্রধানমন্ত্রী নিজের সীতাকে বাদ দিয়ে রেখেছেন৷’ মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন ফিরহাদ হাকিম।

Advertisement

[আরও পড়ুন: ফেসবুকেই মিটল রক্তসংকট, সোশ্যাল মিডিয়ায় আবেদনে সাড়া ২০ জনের]

এদিন মন্ত্রীর আক্রমণের নিশানায় ছিল আরএসএসও৷ তাঁর অভিযোগ,‘মন্দিরে গরুর মাংস আর মসজিদে শূকরের মাংস রেখে দাঙ্গা লাগিয়ে ভারত ভাগে ইন্ধন যুগিয়েছিল আরএসএস৷ আরএসএস এবং বিজেপি দুটোই সন্ত্রাসবাদী দল৷’ এদিন ফিরহাদ হাকিমের সভায় বনগাঁর দলীয় প্রার্থী মমতাবালা ঠাকুরকে দেখা যায়নি৷ প্রার্থীর অনুপস্থিতির কারণ নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে৷ তবে দলের তরফে জানানো হয়, প্রচারের কাজে অন্য জায়গায় আটকে পড়েছেন, ফিরহাদ হাকিমের সভায় পৌঁছাতে পারেননি প্রার্থী৷ তবে তাঁর হয়ে প্রচারে যে উদ্দীপনাময় বক্তব্য রেখেছেন ফিরহাদ হাকিম, সেই ভোকাল টনিক বেশ কাজ করবে বলেই আশা বনগাঁর তৃণমূল শিবিরের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement