Advertisement
Advertisement

শেষ প্রহরে তিন উপনির্বাচন কেন্দ্রে প্রচারে ঝড় তৃণমূলের

দরজায় কড়া নাড়ছে উপনির্বাচন৷

full scale campaign for the Trinamool Congress candidates ahead of the by-election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 2:47 pm
  • Updated:November 16, 2016 2:47 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: দরজায় কড়া নাড়ছে উপনির্বাচন৷ প্রচারের শেষ প্রহরে ঝড় তুলেছে তৃণমূল৷ সিপিএম, কংগ্রেস, বিজেপির প্রচারও চলছে সমান তালে৷ তবে জৌলুসে তমলুক-কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সবাইকে ছাড়িয়ে গিয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীরা৷

বুধবার সকাল থেকেই সাজসাজ রব পূর্ব মেদিনীপুরের তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রে৷ সকাল ১১টায় তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক বিশাল পদযাত্রা বের হয় সেখানে৷ শুভেন্দু ছাড়াও ওই পদযাত্রায় ছিলেন আর এক মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুইয়াঁ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা ছাড়াও স্বতঃস্ফূর্ত ভাবে ওই মিছিলে পা মেলান কয়েক হাজার সাধারণ মানুষ৷

Advertisement

পরের জনসভা হয় ময়নায়৷ অন্যদিকে নন্দকুমার বিধানসভা কেন্দ্রের বাজার এলাকায় এক পদযাত্রায় অংশ নেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী৷ আগামিকাল, বৃহস্পতিবার শেষ প্রচারে শামিল হতে তমলুক যাবেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়৷ প্রসঙ্গত মঙ্গলবারও তমলুক লোকসভা কেন্দ্রে একাধিক পদযাত্রা ও জনসভা করেন শুভেন্দু অধিকারী৷ ১৮ থেকে ৮০ সব বয়সি মানুষই শুভেন্দুর সঙ্গে মিছিলে পা মেলান৷ প্রতিটি জায়গাতেই মিছিল জনসমুদ্রে পরিণত হয়৷ মঙ্গলবার তাঁর সঙ্গে মিছিলে অংশ নেন রাজ্যের ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, বিধায়ক সংগ্রাম দোলুই প্রমুখ৷ মঙ্গলবার তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷

ভোট যত এগিয়ে আসছে, কোচবিহার লোকসভা কেন্দ্রেও তৃণমূলের প্রচারের পারদ ততই তুঙ্গে উঠছে৷ আজ, বুধবার বিকেল চারটেয় দিনহাটার নটকাবাড়িতে প্রার্থী পার্থপ্রতিম রায়ের সমর্থনে জনসভা করবেন সাংসদ মুকুল রায়৷ বিকেল পাঁচটায় দলীয় প্রার্থীর সমর্থনে মাথাভাঙার নিশিগঞ্জের সভায় অংশ নেবেন সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেন৷ এদিন বিকেলেই নাটাবাড়ির জিরানপুরে অন্য একটি সভায় যোগ দেবেন মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসু৷ দুই লোকসভা কেন্দ্রের পাশাপাশি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের প্রচারের মাত্রা তুঙ্গে৷ বুধবার সকাল থেকেই প্রার্থী প্রয়াত সজল পাঁজার পুত্র সৈকতের সমর্থনে মন্তেশ্বর ও মেমারির বিভিন্ন এলাকা চষে বেড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাধিপতি দেবু টু়ডু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement