Advertisement
Advertisement

আজ থেকে বাসে চালু স্মার্ট কার্ড

নতুন এই ব্যবস্থা চালু করার ফলে টিকিটে চুরি অনেকটাই আটকানো যাবে৷

From Today, SBSTC introducing smart card for passengers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 10:51 am
  • Updated:July 12, 2016 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে চালু হচ্ছে স্মার্ট কার্ড পরিষেবা৷ এর ফলে যাত্রীরা এবার কার্ড রিচার্জ করাতে পারবেন বাসের মধ্যে ইটিএম মেশিনেই৷ রোজদিন আর খুচরো দিয়ে টিকিট কাটতে হবে না৷ মেট্রোর মতো কার্ড একবার রিচার্জ করলেই হবে৷
নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ আজ মঙ্গলবার এই পরিষেবার সূচনা করবেন৷ নিগমসূত্রে জানা গিয়েছে, আপাতত ১০০টি বাসে এই পরিষেবা শুরু হবে৷ ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়বে৷ কলকাতা-দুর্গাপুর, কলকাতা-আসানসোলগামী বাসে শুরু হবে স্মার্ট কার্ড পরিষেবা৷ পরে দিঘাগামী বাসেও হবে৷
নিগমসূত্রে জানা গিয়েছে, ১০০ টাকার রিচার্জে যাত্রী পাবেন ১০৭ টাকা৷ সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে৷ নিগমের আধিকারিকরা জানাচ্ছেন, নতুন এই ব্যবস্থা চালু করার ফলে টিকিটে চুরি অনেকটাই আটকানো যাবে৷ আয় বাড়বে নিগমের৷ এসবিএসটিসিতে অধিকাংশ বাসই দূরপাল্লার৷ দূরপাল্লার বাসে এককালীন এই স্মার্ট কার্ড যাত্রীরা করালে আগে থেকেই টিকিট বিক্রির টাকা উঠে আসবে নিগমের৷ ভবিষ্যতে অন্যান্য নিগমেও এই স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ বলেন, “এর ফলে পরিষেবা আরও আধুনিক হবে৷ বাড়বে আয়ও৷”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement