Advertisement
Advertisement
Jhalda congress councilor murder case

ফের ঝালদাকাণ্ডে ভাইরাল অডিও! ‘তৃণমূলে আসতেই হবে’, নিহত কংগ্রেস কাউন্সিলরকে চাপ দলীয় কর্মীর

অডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

Fresh audio clip emerges in connection in Jhalda councilor murder case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 5, 2022 11:26 am
  • Updated:April 5, 2022 11:52 am  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ২০ দিনের মধ্যে পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের কিনারা করেছে রাজ্য পুলিশের সিট। তার ঠিক পরদিনই হাই কোর্ট এই মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। সোমবার আদালতের নির্দেশ পেয়ে কেন্দ্রীয় তদন্তকারী দল তদন্তে নামার আগেই ফের ভাইরাল একটি অডিও (Viral Audio)। যাতে শোনা যাচ্ছে, তৃণমূলের (TMC) যোগ দেওয়ার জন্য নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে চাপ দিচ্ছেন জনৈক তৃণমূল কর্মী। রীতিমত হুমকির সুরে কথা বলছেন তিনি। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম অমল কান্দু। তাঁদের কথোপকথন ফাঁস হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে গেল নিঃসন্দেহে। যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। অবশ্য অডিওর কণ্ঠস্বরটি নিজের বলে স্বীকার করেছেন তৃণমূল কর্মী অমল কান্দু।

তপন কান্দু হত্যাকাণ্ডে তদন্তের দায়িত্ব নিয়ে ঝালদায় (Jhalda) পা রাখার আগেই আরও একটি অডিও ভাইরাল হয়ে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। কংগ্রেস কাউন্সিলর নিহত তপন কান্দুর সঙ্গে অমল কান্দু নামে এক তৃণমূল কর্মীর অডিও ভাইরাল হয় মঙ্গলবার। অডিওতে শোনা যাচ্ছে, ওই তৃণমূল কর্মী নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে বলছেন, ”তোমাকে তৃণমূলে আসতেই হবে।” অশ্রাব্য গালিগালাজও দেওয়া হয়েছে। তবে কোনও চাপের মুখেই নত হতে নারাজ তপন কান্দু। তিনি বারবার ওই প্রস্তাব ফেরাচ্ছেন। বারবার বলছেন, তাঁকে ফোন না করতে। অডিও ক্লিপটিতে সমস্ত বিষয়টি স্পষ্ট। জানা গিয়েছে, এটি ভোট পরবর্তী সময়ের কথোপকথন। যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

Advertisement

[আরও পডুন: আলিয়ার পর ভাইরাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিডিও, তৃণমূলকে ‘পুড়িয়ে মারা’র নিদান বাম ছাত্রর]

তপন কান্দু-অমল কান্দুর কথোপকথনে বিজয় কান্দু বলে একজনের নাম শোনা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, তিনি ঝালদা পুর শহরের এক নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। তাঁকেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দিনকয়েক পর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যাতে ঝালদার আইসি সঞ্জীব ঘোষের সঙ্গে তপন কান্দুর ভাইপো মিঠুনের কথোপকথন হয়েছিল। সেই অডিও অনুযায়ী, কাকাকে তৃণমূলে যোগ দিতে ভাইপোর মাধ্যমে বারবার বার্তা পাঠানো হচ্ছিল। সেই অডিও সত্যতাও অবশ্য যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে সিটের তদন্ত অনুযায়ী, আইসি-র কোনও যোগ নেই এতে। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও আপাতত স্বস্তিতে আইসি।

[আরও পডুন: মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ, সন্তানকে শ্বাসরোধ করে খুন করলেন বাবা]

নিহত কংগ্রেস কাউন্সিলরকে (Congress Councilor)ফোন করার কথা স্বীকার করেছেন তৃণমূল কর্মী অমল কান্দু। তিনি বলেন, “আমাদের তৃণমূল কর্মীরা সন্দেহ করছিলেন, আমি নাকি টাকা নিয়ে তপনদার হয়ে ভোটে কাজ করেছি। কিন্তু আমি যে সেটা করিনি, এই বিষয়টি আমি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বোঝাতে তাঁদের সামনে থেকে তপনদার সঙ্গে ফোনে কথা বলে দলীয় কর্মীদের শুনিয়ে দিয়েছিলাম। সেই সময় আমি তপনদাকে বলেছিলাম, তোমাকেও তৃণমূলে আসতে হবে। এর বাইরে আর কিছু নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement