Advertisement
Advertisement

দার্জিলিংয়ে আটকে পড়া পর্যটকদের শহরে ফেরাতে বিনামূল্যে বাসের ব্যবস্থা মমতার

খোলা হল হেল্পলাইন নম্বর- ০৩৫৪-২২৫৫৭৪৯২৪৷

Free bus services for tourists stuck in restive Darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2017 5:53 am
  • Updated:June 9, 2017 6:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃঢ় প্রশাসনিক চরিত্রের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চেহারা ফের একবার ফুটে উঠল৷ গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে বনধ-ধর্মঘটে স্তব্ধ পাহাড়কে স্বাভাবিক করতে শুক্রবার সকাল থেকেই ম্যালের রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী৷ পর্যটকদের আশ্বাস দেন, তাঁদের বাড়ি ফেরার সব ব্যবস্থা করবে রাজ্য, কোনও ভয় নেই৷ শুধু আশ্বাসই নয়, রাজ্য সরকার খানিকক্ষণ পরই জানিয়ে দেয়, আজ ও আগামিকাল, অর্থাৎ শনিবার পর্যন্ত দার্জিলিং থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ফিরতে NBSTC-র বাসে কোনও ভাড়া দিতে হবে না৷ স্বাভাবিকভাবেই রাজ্যের এই পদক্ষেপে খুশি পাহাড়ে আটকে পড়া কলকাতার বাসিন্দারা৷ পাহাড়ের আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে জাভেদ শামিম-সহ তিন আইপিএস অফিসারকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে৷ খোলা হয়েছে হেল্পলাইন নম্বর- ০৩৫৪-২২৫৫৭৪৯২৪৷

[রাস্তায় নেমে দার্জিলিংয়ে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করলেন মমতা]

WhatsApp Image 2017-06-09 at 09.58.53

Advertisement

এদিন সকালেও মোর্চার তরফে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়৷ মংপো নির্মীয়মাণ আইটিআই ভবনে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা৷ বিক্ষোভকারীদের রুখতে কড়া হচ্ছে পুলিশ-প্রশাসন ও সেনা৷ এদিন সকাল থেকেই দার্জিলিংয়ে টহল দিচ্ছে সেনা৷ দার্জিলিংয়ে তিন কলাম, কালিম্পংয়ে দু’টি ও কার্শিয়াংয়ে এক কলাম সেনা মোতায়েন করা হয়েছে৷ প্রতিটি কলামে রয়েছেন ৪৩ জন করে সেনা জওয়ান৷ এছাড়া মোতায়েন করা হয়েছে তিন কোম্পানি আধাসেনাও৷ আজ কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াংয়ে ফ্ল্যাগ মার্চ করেছে সেনা,  জানানো হয়েছে ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে৷ শিংমারিতে মোর্চার পার্টি অফিসের সামনেও সেনা মোতায়েন করা হয়েছে৷ বাতিল করা হয়েছে টয় ট্রেন পরিষেবা৷ সুকনাতে ৫৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মোর্চা সমর্থকরা৷

[মোর্চা তাণ্ডবে ধস পর্যটনে, একদিনেই বুকিং বাতিল ৩০ শতাংশ]

WhatsApp Image 2017-06-09 at 09.47.18

এদিকে, পাহাড়ে বনধের জেরে লাটাগুড়িতে অতিরিক্ত পর্যটকদের ভিড়ের আশঙ্কায় আজ থেকে আগামী তিনদিন গরুমারা নজর মিনারে দ্বিতীয় ও তৃতীয় পর্বে দু’টি করে অতিরিক্ত জিপসি গাড়ি প্রবেশের সিদ্ধান্ত নিল গরুমারা বন্যপ্রাণ বিভাগ। এর পাশাপাশি গতকাল থেকেই বিমল গুরুংয়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে৷ গুরুং-সহ মোর্চা নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আজ সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত প্রতি দু’ঘণ্টা অন্তর শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাস ছাড়বে এনবিএসটিসি৷ পর্যটকদের জন্য শিলিগুড়ি থেকে কলকাতায় আসার বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য৷ ভোর পাঁচটা থেকে খুলে গিয়েছে বাগডোগরা এয়ারপোর্ট৷ আটকে পড়া পর্যটকদের জন্য সেখানে স্ন্যাকস, রেস্তোরাঁ খোলা থাকছে৷

[মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পাহাড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাক সেনার]

WhatsApp Image 2017-06-09 at 08.42.10

এদিন সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়, দার্জিলিংয়ের পরিস্থিতি উদ্বেগজনক। বামেদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী জিটিএ-সহ পাহাড়ের নির্বাচিত সংস্থাগুলিকে দুর্বল করার জন্য কাজ করে চলেছেন৷ এতে নাকি পাহাড়বাসীর অসন্তোষ বাড়ছিল। ভাষা নিয়েও তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পাহাড় উত্তপ্ত হওয়ার দায় সরকারকে নিতে হবে বলেও দাবি করেছে বামেরা। তবে বামেদের এই অভিযোগ কার্যত উড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মোর্চা নেতাদের সঙ্গে অতীতে সবরকম সহযোগিতা করে এসেছে রাজ্য৷ কিন্তু এবার রাজ্য কঠোর হবে৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন “আর এক মাস বাকি জিটিএ নির্বাচনের। গত ৫ বছরে কোন কাজ করেনি মোর্চা৷ আমি মানুষের কাছে আবেদন করব, ওদের সমর্থন করবেন না৷” পরে রাজ্যের সচিবদের নিয়ে একান্ত বৈঠকে মমতা বার্তা দেন, শুক্রবারের হামলা রীতিমতো পরিকল্পনামাফিক হয়েছে৷ নইলে হামলাকারীরা ব্যাগে করে ইট-পাথর আনবেন কেন?

WhatsApp Image 2017-06-09 at 10.15.09

(চিত্র ও তথ্য সহায়তায়: ব্রতীন দাস, অর্ণব আইচ ও নব্যেন্দু হাজরা)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement