ছবি: মুকুলেসুর রহমান
সৌরভ মাজি, বর্ধমান: এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব বর্ধমানের পালিতপুর৷ বেহাল রাস্তার জেরেই এই প্রাণহানি বলে অভিযোগ স্থানীয়দের৷ জেলাপরিষদের টোলপ্লাজাতেও ভাঙচুর করে তারা৷ রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেই হুঁশিয়ারি বিক্ষোভকারীদের৷
স্থানীয়দের দাবি, বর্ধমান-কাটোয়া রোডের পালিতপুর থেকে বর্ধমান-সিউড়ি রোডের সংযোগকারী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রাস্তার সংস্কারের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর৷ দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পাথর ফেলে রাখা হয়েছে৷ তবে পূর্ত দপ্তরের তরফে রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ৷ অথচ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হলেই জেলাপরিষদের টোলপ্লাজায় টাকা দিতে হয়৷ বেহাল রাস্তার জেরে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ স্থানীয়দের৷ কিশোরের মৃত্যুও ঠিক এই কারণে ঘটেছে বলেই দাবি তাঁদের৷ যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থানীয় সদস্য নুরুল হাসান বলেন, ‘‘এটি খুবই মর্মান্তিক ঘটনা। মৃতের পরিবারের পাশে আছি।’’ আপাতত অবরোধ উঠে গিয়েছে৷ তবে তড়িঘড়ি রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা৷
ছবি: মুকুলেসুর রহমান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.