ছবি: প্রতীকী।
সৌরভ মাঝি, বর্ধমান: ‘মোবাইল পুরনো হয়েছে, ওএলএক্স-এ বেচে দিন।’ একসময়ের জনপ্রিয় বিকিকিনির সাইট ওএলএক্স-এর বিজ্ঞাপন ছিল এমনই। তার মধ্যে কেউ পুরনো জিনিস বিক্রি করছেন। কেউ পুরনো জিনিস কিনছেন। কিন্তু সেই অন্তর্জালের ভিতরে প্রতারণার জাল বিছিয়ে রাখা হয়েছে। আর সেই জালে ফেঁসে ৫০ হাজারের অধিক টাকা খোয়ালেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বরাগড় গ্রামের শেখ সুরজ আলি। অনলাইনে গাড়ি কিনতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়েন তিনি। অনলাইনের কয়েক দফায় টাকাও মেটান। তারপরই বুঝতে পারেন জালে জড়িয়েছেন। শেষপর্যন্ত বর্ধমান থানায় অভিযোগ জানান তিনি। মঙ্গলবার সাইবার সেলেও বিষয়টি জানিয়েছেন সুরজ।
পুলিশ সূ্ত্রে খবর, সুরজের অভিযোগ, সম্প্রতি তিনি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন। ওএলএক্সে বিজ্ঞাপন দেখে বোলেরো গাড়ি কেনার মনস্থ করেন। ওই গাড়িটি বিক্রির জন্য যিনি ওই সাইটে পোস্ট করেছিলেন তিনি নিজেকে সিআরপিএফ কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। দমদম বিমানবন্দরে কর্মরত বলে জানান। গাড়িটি কেনার ইচ্ছা প্রকাশ করার পর ওই বিক্রেতা সুরজকে জানান, আর্মি কুরিয়ারের মাধ্যমে গাড়িটি পাঠানো হবে। এরপর ভারিস খান নামে একজন নিজেকে ওই কুরিয়ার সংস্থার ম্যানেজার পরিচয় দেয়। সে সুরজকে জানায়, গেটপাসের জন্য ৫১০০ টাকা পাঠাতে হবে। যেটা পরে ফেরত পাবেন সুরজ। সরল বিশ্বাসে ওই টাকা নিজের অনলাইন ওয়ালেট থেকে ভারিসকে দেন সুরজ। এরপর ফাইল প্রসেসিং চার্জ বাবাদ ১৯ হাজার ৯৯৯ টাকা চাওয়া হয় সুরজের কাছে। একইভাবে সেই টাকাও পাঠান সুরজ। এরপর আর্মি কুরিয়ারে ফাইনাল প্রসেসিংয়ের জন্য ওই ব্যক্তি আরও ৩১ হাজার টাকা পাঠাতে বলেন সুরজকে। তিনি তাও পাঠান। কিন্তু সময় গড়িয়ে গেলেও গাড়ি আর আসেনি। শেষ পর্যন্ত সুরজ বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। মোট ৫৬ হাজার ৯৯ টাকা খুইয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। কিছুদিন আগে এই প্রতারণার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ জানান সুরজ। তিনি বলেন, ‘আমি সাইবার প্রতারণার শিকার হয়েছি। এইভাবেও যে প্রতারিত হতে হবে বুঝতে পারিনি। সেনার পরিচয় দিয়ে অনলাইনে এভাবে প্রতারণা করা হয়েছে আমার সঙ্গে।’
[ বিজেপির সভা শেষে দলীয় কর্মীদের ওপর হামলা, আক্রান্ত পুলিশও ]
মঙ্গলবারও তিনি বর্ধমান থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ছেন। তারপর তিনি জেলা পুলিশের সাইবার সেলেও যান। জেলা পুলিশের এক আধিকারিক জানান, অনলাইনে লেনদেন করার বিষয়ে সবসময় সতর্ক করা হয়। শিবির করেও এই বিষয়ে সচেনতনতার পাঠ দেওয়া হয়। সাধারণ মানুষ সচেতন হলে তবেই এই ধরণের প্রতারণা রোখা যাবে। এই ক্ষেত্রে কী ঘটেছে তা খতিয়ে দেখতে শুরু হচ্ছে তদন্ত।
[ কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা! চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনায় ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.