Advertisement
Advertisement

কোটি টাকার প্রতারণার অভিযোগে রিষড়ায় গ্রেপ্তার যুবক

ব্যবসায় অংশীদারিত্বের লোভ দেখিয়ে প্রতারণা।

Fraud arrested from Rishra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 7:54 pm
  • Updated:June 3, 2018 7:54 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ব্যবসায় অংশীদারিত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার উপর প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রিষড়ায়। অভিযোগ, ২০ থেকে ২৫ জনের সঙ্গে প্রতারণা করেছে কালাচাঁদ পাল নামে ওই ব্যক্তি। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করল রিষড়া থানার পুলিশ।

[ হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে সমস্যা, জল গড়াতে পারে কমিশন পর্যন্ত ]

Advertisement

রিষড়া নবীন পল্লির বাসিন্দা কালাচাঁদ রিষড়াতে একটি অনুষ্ঠান বাড়ি তৈরি করবে বলে স্থানীয়দের জানায়। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বেশ কয়েকজনকে বলে সে। তাদের কারওর কাছ থেকে দু’লাখ, কারওর কাছ থেকে পাঁচ, এমনকী দশ লাখ টাকা পর্যন্ত টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ, তাঁদের প্রত্যেককে কালাচাঁদ প্রলোভন দেখায় অনুষ্ঠান বাড়িতে তাদেরও অংশীদারিত্ব থাকবে। রিষড়া নবপল্লির বাসিন্দা প্রণব দেব জানান, কালাচাঁদের সঙ্গে তাঁর এক বছরের চুক্তি হয়। বলা হয়, চুক্তি শেষে তাঁদের অংশ বুঝিয়ে দেওয়া হবে। তিনি ওই ব্যবসার অংশীদার হওয়ার জন্য কালাচাঁদকে ৯ লাখ টাকা দেন। প্রণববাবুর অভিযোগ, অনুষ্ঠান বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর চুক্তি শেষে তাদের অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় কালাচাঁদকে। কিন্তু সে তা বুঝিয়ে দিতে অস্বীকার করে। তাঁরা তখন তাঁদের লগ্নীকৃত টাকা ফেরত চাইলে সমাজবিরোধীদের দিয়ে মারধের করার হুমকি দেয় বলে অভিযোগ। একইরকমভাবে রিষড়ার সুকান্ত সাহার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কালাচাঁদের বিরুদ্ধে। প্রায় ২০ থেকে ২৫ জনকে কালাচাঁদ প্রতারণা করে বলে অভিযোগ।

[ লোকালয়ে ঢুকে পড়াই কাল হল, জলপাইগুড়িতে সেলফির অত্যাচারে প্রাণ গেল ময়ূরের ]

প্রণববাবু জানান, শেষ পর্যন্ত তাঁরা তাঁদের টাকা ফেরত পাওয়ার জন্য রিষড়া থানায় কালাচাঁদ পালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে রিষড়া থানার পুলিশ কালাচাঁদকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement