সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে গ্রেপ্তার ২ অভিযুক্ত। জানা গিয়েছে, চাকরির নামে বিভিন্ন লোকের থেকে প্রায় ১৮ লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্তরা। তারা সম্পর্কে বাবা-ছেলে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায় থাকতেন তরুণ প্রধান ও তাঁর ছেলে অনিরুদ্ধ প্রধান। জানা গিয়েছে, বছর খানেক আগে এলাকার ৮ যুবককে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই দুই অভিযুক্ত। জানা গিয়েছে, এ বাবদ তাঁদের থেকে ১৮ লক্ষ টাকাও নেন তারা। কিন্তু স্বাভাবিক ভাবেই দীর্ঘদিন কেটে গেলেও কোনও চাকরি পাননি তাঁরা। অভিযোগ, একাধিকবার অভিযুক্ত তরুণ ও অনিরুদ্ধকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনও সদুত্তর পাননি কেউই। এরপর বাধ্য হয়ে অক্ষয়কুমার মাঝি নামে এক যুবক গোটা বিষয়টি জানিয়ে কাকদ্বীপ আদালতের দ্বারস্থ হন। এরপর আদালতের তরফে নামখানা থানার পুলিশকে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৯ও ৫০৬ ধারায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতে তোলা হলে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, শুধুমাত্র ১ জন নন, বাকি চাকরি প্রার্থীরাও অভিযুক্তদের বিরুদ্ধে সরব হন। জানা গিয়েছে, দীর্ঘদিন কেটে গেলেও তাদের এই কার্যকলাপ ঘুণাক্ষরেও টের পাননি স্থানীয়রা। এবিষয়ে পুলিশের তরফে জানান হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের থেকেই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.