Advertisement
Advertisement

কাউকে ঋণের টোপ, কাউকে আর্থিক সংকটের অজুহাত, লক্ষ-লক্ষ টাকা প্রতারণা করে পলাতক দম্পতি

টাকা ফেরত চাইতেই হুমকির মুখে পড়তে হচ্ছে প্রতারিতদের।

Fraud Accused couple absconded in Hooghly | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:December 19, 2023 2:39 pm
  • Updated:December 19, 2023 2:39 pm  

সুমন করাতি, হুগলি: ফের বড়সড় প্রতারণা চক্রের হদিশ। ছেলেকে নিয়ে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল হুগলির দম্পতি। কাউকে বলেছিলেন, পরিবার চরম অর্থ সংকটে ভুগছে। কাউকে আবার ঋণ করিয়ে দেওয়ার নামে টোপ দিয়ে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। সেই টাকা ফেরত চাইতেই হুমকির মুখে পড়তে হয়েছে প্রতারিতদের। এবার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করলেন তাঁরা। কিন্তু তদন্তে গিয়ে পুলিশ দেখে অভিযুক্ত দম্পতির বাড়িতে তালা ঝুলছে। গোটা ঘটনায় তুমুল চাঞ্চল্য় ছড়িয়েছে হুগলির কোন্নগর এলাকায়।

উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, গত তিন-চার বছর ধরেই এই প্রতারণা চক্র চালাচ্ছেন কোন্নগর পঞ্চাননতলা এলাকার বাসিন্দা সোমা কর, তাঁর স্বামী গৌতম কর ও তাঁর ছেলে কৌশিক কর। যদিও পুলিশে অভিযোগ হওয়ার পরেই পলাতক কর পরিবার। বাড়িতে ঝুলছে তালা। অভিযুক্তকে ফোন করা হলেও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। কখনও বলছেন তাঁরা বাড়িতে নেই, আবার কখনও বলছেন, এটা ভুল নম্বর।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় খারিজ মুসলিম পক্ষের আবেদন, পুজোর অনুমতি নিয়ে দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টের]

প্রতারিত শুভায়ুন চক্রবর্তী বলেন, “সোমা কর ও তাঁর স্বামী গৌতম কর ও তাঁর ছেলে কৌশিক কর ঋণ করিয়ে দেওয়ার নাম করে কয়েক ধাপে প্রায় আট লক্ষ টাকা নিয়েছে। ঋণ না পেয়ে টাকা ফেরত চাইলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। যে টাকা নেওয়া হয়েছে তার সমস্ত কাগজপত্র আছে। কিন্তু টাকা কিছুতেই ফেরত পাচ্ছিলাম না। শেষে পুলিশের দ্বারস্থ হয়েছি।” তিনি দাবি করেন, টাকা নেওয়ার ভিডিও ফুটেজ অবধি আছে তাঁদের কাছে। আরেক প্রতারিত লিলি বোস বলেন, ওই কর দম্পতি তাঁদের বাড়িতে এসে আর্থিক সমস্যার কথা বলে তাঁদের থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে কিন্তু অনেকদিন হয়ে যাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে তাঁকেও হুমকি শুনতে হয়। আরও অনেক মানুষের থেকে এরা প্রতারণা করে টাকা নিয়েছে। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

আর এই প্রতারনার খবর জানাজানি হওয়ার পরেই পলাতক তিন অভিযুক্তঅ। বাড়িতে ঝুলছে তালা। পুলিশের এক আধিকারিক জানান, নির্দিষ্ট ধারায় অভিযোগ পেয়ে তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: মোদির সময় কম, সংক্ষিপ্ত হচ্ছে ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement