Advertisement
Advertisement
Nadia

কারও গোপনাঙ্গে কামড়, কারও ছিঁড়ে নিয়েছে কান! শিয়ালের তাণ্ডবে আতঙ্ক নদিয়ায়

আহতরা ভর্তি হাসপাতালে।

Fox attacking people in Nadia
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 23, 2024 7:40 pm
  • Updated:May 23, 2024 7:40 pm  

সুবীর দাস, কল্যাণী: দিনেদুপুরে শিয়ালের তাণ্ডব নদিয়ার (Nadia) হরিণঘাটায়। কারও গোপনাঙ্গে বসিয়েছে কামড়, কারও আবার কানে! একে একে আক্রান্ত কমপক্ষে ১২ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ঘটনাস্থল নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর রাজাপুর এলাকা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওইদিন দুপুরে এলাকায় তাণ্ডব চালায় একটি শিয়াল। এলাকার একাধিক মহিলা ও পুরুষকে আক্রমণ করে বলে অভিযোগ। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে আরও কয়েকজনের উপর হামলা চালায় শিয়ালটি।

Advertisement

[আরও পড়ুন: হাজার ভরি সোনার মালকিন! ব্যাঙ্কে আমানত লক্ষ লক্ষ টাকা, কত সম্পত্তির মালিক সায়রা হালিম? ]

জানা গিয়েছে যে ১২ জন আক্রান্ত হয়েছেন, তাঁদের কারও গালের মাংস ছিঁড়ে নিয়ে গিয়েছে, কারও কান। কারও গোপনাঙ্গে কামড় বসিয়েছে। কারও হাত, কারও পায়ের মাংস কামড়ে ছিড়ে নিয়ে গিয়েছে শিয়ালটি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসী। ভয়ে দিনভর দরজা বন্ধ করেই থাকছে এলাকার বেশিরভাগ মানুষ। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। যারা বাইরে বেরচ্ছেন তারা লাঠি হাতে রাখছেন। এ বিষয়ে হরিণঘাটায় থানা এবং বনদপ্তরে জানিয়েছে এলাকাবাসী।

[আরও পড়ুন: ‘আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়’, মোদির মন্তব্যে মমতার পালটা, ‘আমাদের তো মা-বাবা আছে’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement