তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পর্যটকদের গাড়িতে মালবাহী ছোট গাড়ির ধাক্কা। শিলিগুড়ির সাতমাইল এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হল চার পর্যটকের। কোনওমতে প্রাণে বাঁচলেন সিকিম থেকে আসা গাড়ির চালক। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়।
সোমবার সকালে সিকিমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেই গাড়িতে চারজন ছিলেন। উলটো দিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে রওনা হয়েছিল। সাতমাইল এলাকায় দু’টি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গাড়ি দু’টি জঙ্গলে ছিটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় একজনের। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণ ছেত্রী ঠিক কোন এলাকার বাসিন্দা, তা এখনও জানা যায়নি। তবে বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর। দুর্ঘটনায় কোনওক্রমে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়ির চালক। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। গাড়ি দু’টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.