দেবব্রত দাস, খাতড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই কাটমানি ফেরতের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বাসিন্দারা। একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা-কর্মীদের। এবার কাটমানি ফেরত চেয়ে চার তৃণমূল নেতাকে আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়ে। জানা গিয়েছে, নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে মুচলেকা দেওয়ার পরই স্থানীয়দের হাত থেকে রেহাই পান অভিযুক্তরা।
[আরও পড়ুন: দুর্গাপুজোর পর রথযাত্রা, বিতর্ক উসকে বাইশটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ পাত্রসায়রের কাঁকড়তলা মোড়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বাবু বাউড়ি, ইন্দ্রজিৎ বাউড়ি, রঘুনাথ বাউড়ি, ও বিপুল বাউড়ি নামে চার তৃণমূল নেতাকে মাঝরাস্তায় আটকে রাখেন তাঁরা। এরপর তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি পোস্টার। সেখানে লেখা ছিল “আমরা চোর, আমরা তৃণমূল।”
স্থানীয়দের অভিযোগ, গৃহ আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের কারও কাছ থেকে ১০ হাজার, আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা কাটমানি নিয়েছে অভিযুক্তরা। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ অরবিন্দ পাঁজা, কার্তিক বিট, সজল সিংহ-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা গত কয়েক বছরে বাড়ি তৈরির নামে ৮ লক্ষ টাকা নিয়েছেন।
বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৪ তৃণমূল নেতা কার্যত সিলমোহর দিলেন বিজেপি নেতার অভিযোগেই। তাঁরা স্বীকার করে নেন কাটমানি নেওয়ার কথা। তবে সেইসঙ্গে জানান, অরবিন্দ পাঁজা, কার্তিক বিট, সজল সিংহের আদেশেই টাকা তুলেছেন তাঁরা। গোটা বিষয়টি জানানোর পর অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি পায় অভিযুক্তরা। যদিও তৃণমূল নেতৃ্ত্বের অভিযোগ, বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে কাটমানি ইস্যুতে অশান্তি তৈরি করেছে। জোরপূর্বক মুচলেকা আদায় করা হয়েছে দলের নেতাদের দিয়ে। তাঁদের আরও অভিযোগ, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিজেপি নোংরা রাজনীতি করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.