Advertisement
Advertisement

রাজ্যের চার কমিশনারেটে নতুন কমিশনার

সোমবার, স্বরাষ্ট্র দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিধাননগর, বারাকপুর, আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ির নতুন কমিশনার নিয়োগ হয়েছে৷বস্তুত, ভাল কাজের সুবাদে কিছু পুলিশ কর্তার যেমন দায়িত্ব বেড়েছে, তেমনই কয়েকজনের দায়িত্বও কমেছে৷

Four new police commissioner in state
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 2:25 pm
  • Updated:May 29, 2023 4:26 pm  

স্টাফ রিপোর্টার: চার পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার নিয়োগ করল রাজ্য প্রশাসন৷ পাশাপাশি পুলিশের শীর্ষমহলে ফের বেশ কিছু রদবদল করা হল৷ সোমবার, স্বরাষ্ট্র দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিধাননগর, বারাকপুর, আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ির নতুন কমিশনার নিয়োগ হয়েছে৷ আবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দায়িত্ব বাড়ানো হয়েছে৷ ঝাড়গ্রাম পুলিশ জেলার পুলিশ সুপার পদেও দায়িত্ব সামলাবেন তিনি৷ বস্তুত, ভাল কাজের সুবাদে কিছু পুলিশ কর্তার যেমন দায়িত্ব বেড়েছে, তেমনই কয়েকজনের দায়িত্বও কমেছে৷ এদিন ১৭ জন পুলিশ অফিসারের দায়িত্ব বদল হয়েছে৷

স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে জ্ঞানবন্ত সিংকে৷ তিনি আইজি (পশ্চিমাঞ্চল)-এর দায়িত্বে ছিলেন৷ অন্যদিকে বিধাননগরের দায়িত্ব সামলানো জাভেদ শামিমকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার অধিকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে৷ মালদহ রেঞ্জের ডিআইজি চেলিং সিমিক লেপচাকে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে৷ এই প্রথম একজন মহিলা রাজ্যের পুলিশ কমিশনার হলেন৷ অন্যদিকে মনোজকুমার ভার্মা যিনি এতদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার ছিলেন, তাঁকে রাজ্য পুলিশের আইজি ও ডিআইজি (ট্রাফিক) পদে নিয়োগ করা হয়েছে৷ উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়৷ তিনি কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) পদে কর্মরত ছিলেন৷ বারাকপুরের পুলিশ কমিশনার পদে এসেছেন তন্ময় রায়চৌধুরি৷ তন্ময়বাবু এখন থেকে এই জেলার পুলিশ সুপারকে পরামর্শও দেবেন৷ অন্যদিকে বারাকপুরের কমিশনারের দায়িত্ব সামলানো নীরজকুমার সিংকে আইজি ইণ্টেলিজেন্স ব্রাঞ্চ (বর্ডার) হিসাবে নিয়োগ করা হয়েছে৷

Advertisement

আসানসোল-দুর্গাপুরের নতুন পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) লক্ষ্মীনারায়ণ মীনাকে৷ সিদ্ধিনাথ গুপ্তা, যিনি এতদিন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন তাঁকে রাজ্য পুলিশের আইজি (অর্গানাইজেশন) হিসাবে নিয়োগ করা হয়েছে৷ ঝাড়গ্রাম জেলা পুলিশের সুপার ছিলেন সুখেন্দু হীরা৷ তাঁকে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (এসবি)-হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে৷ বিধাননগরের ডিসি (এসবি) হিসাবে কর্মরত জয় বিশ্বাসকে কলকাতা পুলিশের ডিসি (ডিডি) স্পেশালের দায়িত্ব দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশের নতুন ডিসি (ইএসডি) হিসাবে নিয়োগ করা হয়েছে দেবস্মিতা দাসকে৷ তিনি এতদিন কলকাতা পুলিশের ডিসি (ডিডি) স্পেশালের দায়িত্ব সামলাচিছলেন৷ অজয় রানাডে আইজি (দক্ষিণবঙ্গ)-র পাশাপাশি আইজি পশ্চিমাঞ্চলের দায়িত্বও সামলাবেন৷ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সুব্রতকুমার মিত্র ওই দায়িত্বের পাশাপাশি হুগলির পুলিশ সুপারের কাজেও তদারকি করবেন৷ অন্যদিকে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) প্রশান্তকুমার চৌধুরিকে ডেপুটি সিও স্যাপ দ্বাদশ বাটালিয়ন হিসাবে নিয়োগ করা হয়েছে৷ তমাল বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে রেলের ডেপুটি আইজিপি হিসাবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement