সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার। এর ফলে নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী। রবিবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হাঁড়িভাঙা চরের কাছে। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কাকদ্বীপে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক পরিবেশের অবনতির কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করেছিল আলিপুরপুর আবহাওয়া দপ্তর। কিন্তু, সেই নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন মৎস্যজীবীরা। কাকদ্বীপ থেকে ট্রলারে করে গভীর সমুদ্র মাছ ধরতে গিয়েছিলেন। রবিবার দুপুরে তার মধ্যে চারটি ট্রলার ডুবে যায। দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হাঁড়িভাঙা চরের কাছে। ওই ট্রলারগুলিতে মোট ৬১ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ৩৪ জনকে উদ্ধার করেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। কিন্তু, এখন পর্যন্ত ২৭ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এপ্রসঙ্গে কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের এক নেতা বিজন মাইতি বলেন, আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল। কিন্তু, অর্থের প্রয়োজনে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। ঝড়ের ফলে তাঁদের টারটি ট্রলার ডুবে যায়। বর্তমানে ট্রলারে থাকা ৬১ জন মৎস্যজীবীর মধ্যে ৩৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উপকূলরক্ষী বাহিনী। কিন্তু, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৭ জন। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.