Advertisement
Advertisement

কালচিনিতে গাড়ি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশুকন্যা-সহ ৪

আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Four died in a road accident in Alipurduar area, police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 29, 2019 12:56 pm
  • Updated:July 29, 2019 12:56 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: সাতসকালেই পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ারের কালচিনি এলাকা৷ গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন ওই গাড়ির আরও ৫ যাত্রী। তবে মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মেন্দাবাড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, উলটো দিক থেকে আসা ওই ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী গাড়িটি।  

[আরও পড়ুন: কচুরিপানা ভরতি জলঙ্গির উপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত, পরিবেশ বাঁচাতে তৎপর নদিয়াবাসী]

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোররাতে গুয়াহাটির দিকে যাচ্ছিল ওই গাড়িটি। সেই সময় কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ওঠার পরই উলটো দিক অর্থাৎ হাসিমারাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুটি গাড়িই দ্রুত গতিতে থাকার ফলে ট্রাকের ধাক্কায় দুমড়ে যায় গাড়িটি। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকেই একজন ব্যক্তি, এক মহিলা-সহ তিন জনের দেহ উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় এক শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে তার। গাড়ির বাকি পাঁচ যাত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের কথায়, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালকই ধাক্কা মেরেছিল গাড়িটিকে।

Advertisement

স্থানীয় এক ব্যক্তির কথায়, “সকালে প্রাতঃভ্রমণে যাচ্ছিলাম। দেখি জাতীয় সড়কের একধারে একটি গাড়ি পড়ে রয়েছে। আমরা সকলে ছুটে গিয়ে দেখি, ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কয়েকজন। তবে ঘটনাটি আমাদের নজরে পড়ার আগেই মৃত্যু হয়েছিল কয়েকজনের। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বছর নয়েকের একটি মেয়ের মৃত্যু হয়।”

সচেতনতা বাড়াতে সরকারের তরফে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কিছুতেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তবে কি ফাঁক থেকে যাচ্ছে প্রচারেই? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ফের গণপিটুনিতে খুন যুবক, জনসচেতনতায় আশার আলো দেখিয়েও পিছিয়ে আলিপুরদুয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement