সৌরভ মাজি, বর্ধমান: লক্ষ্মীপুজোর দিন ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে (Bardhaman)। টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ।ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শক্তিগড় থানা এলাকায় বর্ধমান-কালনা রোডে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক লরিটিকে আটক করা হলেও পলাতক চালক।
শক্তিগড় থানার গঞ্জের বালিয়াড়া গ্রামের কাছে দুপুর দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, টোটোয় চেপে চার বন্ধু বালিয়াড়া এলাকায় মদ্যপান করতে গিয়েছিল। ভৈরব দাস নামে এক যুবক টোটোটি চালাচ্ছিল বলে খবর। তিনি মদ্যপ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরার পথে ভৈরব বেপরোয়াভাবে টোটো চালাচ্ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় উলটোদিক থেকে আসা লরিটি স্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছিল।
বালিয়াড়ার কাছে মুখোমুখি লরি-টোটো ধাক্কা লাগে। টোটোয় থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চুরমার হয়ে যায় টোটোটি। চারজনকেই পিষে দেয়। কারও কারও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে বলেই খবর।
ঘটনার খবর পেয়ে ছুটে যান শক্তিগড় থানার পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁর নাম ভৈরব দাস। বাড়ি বর্ধমান শহরের কালনা গেট এলাকায়। দুপুর পর্যন্ত বাকিদের পরিচয় মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.