বুদ্ধদেব সেনগুপ্ত: প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া (Basudeb Acharia)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি। রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেব আচারিয়া। ২০১৪ সালে শেষবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেবার মুনমুন সেনের কাছে পরাজিত হন তিনি। তার পর থেকেই ধীরে ধীরে অসুস্থতার কারণেই রাজনীতি থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন বাসুদেব আচারিয়া।
সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাও চলছিল।বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসা চলচিল তাঁর। সেখানেই মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকস্তব্ধ দল। দলের তরফেই সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.